ছেলে বেলায় একটা বালক
ছিলাম আমি দুরন্ত,
এমন কিছু করতাম যার"
ছিলোনা কোন অন্ত।।
কেনো যে হায় চলে যায়"
আমাদের ছেলে বেলা
মায়ের মুখের বকা ঝকা"
মজার মজার খেলা।।
বৃষ্টি পরে টাপুরটুপুর নদে এলো বান
মনে পরে কবিতা আর ভাটিয়ালি গান,
রসিক ছিলাম চঞ্চল মন এখনো পিছুটান
শীতের পিঠা,কুয়াশা ভরা মার পায়েসের ঘ্রান।
কেনো যে হায় চলে যায় আমাদের ছেলেবেলা,
বড় হয়ে সেই মাকেই করি অবহেলা।
যার জন্য পেলাম জীবন, পেলাম আনন্দ।
সেই মা বাবা হয়ে যায় পর, বড় হওয়াটাই মন্দ।।
ছেলে বেলা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
434
Views
20
Likes
7
Comments
4.1
Rating