সেই বিয়ের রাত

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমার নাম মো রায়হান ইসলাম সুজন তার নাম বলাটা ঠিক না তাই বললাম না আমাদের সম্পকর্ শুরু হয় আমার চাচার বিয়ে থেকে সম্পকর্ ছিল পাঁচ বছরের বেশি আমি জানি না সেই দিন তার কি হয়েছিল সে আমাকে বলে আমি একটা খারাপ ছেলে তবু আমি তাকে কিছু বলি হয়তো সেইদিন কিছু বললে সে আমার সাথে খারাপ ব্যাবহার করবে আমি জানি তাই কিছু বলি নাই তবে তার পরের দিন এসে আমাকে সেই কথা আবার বলে তবু কিছু বলি নাই এরপর থেকে সে প্রতিদিন একই কথা বলে এভাবে এক মাস হয়ে গেছে সেই কথাটা বলে আমাদের সম্পকর্ শেষটা হয় সেদিন যখন আমি বলি একটা তুমি বারবার বলতাছো কেনো বলোতো তখন তার সাথে আমার ঝামেলা হয় তার পরে আমি তাকে সেদিন রাতেই ফোন দেই সে ফোন ধরে বললো আমার সাথে আর রিশেশান আর করতে চায় না সেই কথাটা শুনে আমি যেনো আকাশ থেকে পরলাম তবে আমি এখন তাকে ভালোবাসি আমি আজো বুঝতে পারলাম নাজে আমার সেই দিন কি অপরাধ ছিল তবে একটা কথা বলবো সে যেন ভালো থাকে দোয়া করি
480 Views
11 Likes
4 Comments
4.3 Rating
Rate this: