ভালোবাসার রং বদলায়

রনি
রনি
লেখক

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
জানো,,প্রিয় মানুষকল হারানো কতটা কষ্টের?আমার মনে হয় পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই। যা আছে সবই মায়া।।
সব মানুষই কোনো না কোনো ভাবে মায়ার শিকলে আষ্টে পিষ্টে বাধা।।
তারা হাজার চাইলেও সেই মায়া ছেড়ে কখনও বের হতে পারেনা।।
ভালোবাসা সে তো একফালি আবেগ।
আর মায়া যা কখনও খালি চোখে দেখা জায় না,,মন থেকে অনুভব করতে হয়।।
খনিকেই ভালোবাসার রং বদলায়,,কিন্তু মায়ার রং কখনও বদলায় না।।
মায়া সারাজীবন থেকে জায়,, যতোদিন না দেহ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়।।
এই পৃথিবীতে ভালোবাসা খুজতে সবাই আসে।।কিন্তু একটা ভালো মন খুজতে কেউ আসে না।।।
অনেক প্রিয় মানুষও সময়ের সাথে সাথে অপ্রিয় হয়ে ওঠে।।কিন্তু মায়া সেটা তো অচিরেই থেকে জায়।।জা বুকের গভীরে প্রতিনিয়ত জ্বলতেই থাকে।।।
1.81K Views
29 Likes
2 Comments
3.8 Rating
Rate this: