একদা এক গ্ৰামে ছোট্ট টুনি থাকতো।
তার এই গ্ৰামে তার মায়ের সঙ্গে থাকতো।তার বাবা ছোট্ট টুনির মাকে ভালোবেসে বিয়ে করেছিলো। কিন্তু একসময় টুনি হয় এবং তার
বাবা ইচ্ছে ছিল একটা পুত্রের সন্তানের জন্ম দেয়
তাই তার বাবা দ্বিতীয় আবার একটি বিয়ে করে।
আর তাদের সঙ্গে থাকে না। ছোট্ট টুনি আর তার
মা থাকতো। তার মায়ের এক দিদি ছিল ,তার দিদির সঙ্গে বাইরে কাজে চলে যায়।তখন থেকে
টুনি একা হয়ে য়ায়।আর তার নাম ছিল মনমরা।
সে যখন সেখান থেকে ফিরে আসবে তখন যেন
এক কান্নার আওয়াজ পেল,এবং সে তালা টি ভেঙ্গে বাড়ির ভেতরে ধীর গতিতে যায়। সেখানে সে টুনি কে দেখতে পায়।
একসময় টুনির বাবার কাছে এক ভদ্র লোক
টাকা পেতো তাই তাদের বাড়িতে আসে।আর
দেখে বাড়িতে তালা দেওয়া ।সে দেখে টুনি একটি বাসি রুটি খাচ্ছে। তিনি ছোটো মেয়েটির
জন্য কিছু খাবার নিয়ে আনে ,এবং তাকে খেতে
দেয়। কিন্তু টুনি তার খাবার গুলো খেতে চায় না। তার মায়ের সেই বাসি রুটি গুলি খেয়ে
ঘুমিয়ে পড়েছে।তার দেখে মনমরার প্রচুর মায়া
হয়।
মনমরা ছোট্ট মেয়ে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
369
Views
14
Likes
3
Comments
4.0
Rating