বাংলার গ্রাম ঘরে
ফসলের জোয়ার বয়ে
গায়ে সবে গান
ধান কাট ধান কাট
বাতাসে ওঠে তান
ঝাড়ে ধান সারে ধান
শুকায় ধান পুড়াই ধান
কত কষ্ট করে
গ্রামের মায়েরা বাবারা
এক সাথে
হাসি মুখে করে কাজ
নাহি হিংসা নাহি লাজ
কষ্টের পরেই
মিলে যায় ধান
চাল হয়ে বেরিয়ে আসে
চালের মধ্যে কুড়া থাকে
কুলা দিয়ে কুড়া ঝাড়ে
বেরেল করে ভর্তি
তারপরে প্রতিদিন
মেপে মেপে
চাল যাই রাঁধতে
এভাবেই জীবন চলা
কৃষকের মনের মেলা
আনন্দ উৎসব
তার মাঝে সুখ
কৃষকের সুখ
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
254
Views
6
Likes
1
Comments
4.0
Rating