-রহস্য ওই ছেলেটা।
-মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি? ওই ছেলেটা রহস্য হতে পারে কিভাবে?
এমন সময় কবিরাজ কিছু বলবেন তার মধ্যেই কাকি চলে আসেন। কবিরাজ কিছু না বলেই সেখান থেকে চলে যান।
কিন্তু আমার মনের মধ্যে একটি উৎসাহ জাগিয়ে দেব ছেলেটির ব্যাপারে। আসলেই ছেলেটির রহস্য কি?আর মেয়েটাই বা কে? কবিরাজ কী বুঝাতে চেয়েছেন? নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে।কিন্তু উত্তর পাবার মানুষ নেই। এমন সময় কাকে বলে উঠেন,,,,,,,,
-কিরে মায়া কি হয়েছে তোর -?কি চিন্তা করছিস?
-কিছুনা কাকি এমনি।
-বল তুই আমাকে কি হয়েছে?
-কাকি কবি রাজ বলেছেন যে আমাকে নাকি জিনের আছর পড়েছে কিন্তু,,,,,,,
-কিন্তু কি?
-আমি শুনেছি জিনের আছর পড়লে নাকি মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং নানান ক্ষতি হয় কে। কিন্তু আমার সাথে তো কিছুই হচ্ছে না।
-এসব বলেনা মা এগুলো আল্লাহর রহমত।
এই বলে কাকি রাতের খাবার খাইয়ে চলে গেলেন। কিন্তু আমি এখনও শান্ত হতে পারছি না। মনের মধ্যে এখনো কবিরাজের কথা চলেই যাচ্ছে।আর মনে মনে ভাবছি ইসস যদি ছেলেটাকে এখন পেতাম তাহলে অর থেকেই জানতে পারতাম।এমন সময় দেখি জানালায় আওয়াজ।খেয়াল করে দেখলাম আর কেউ না বরংচ ছেলেটা আসছে।সে এসেই বললো কি ব্যাপার এখনো জাগন আসেন।ঘুমান নেই।
-ঘুম পাচ্ছে না আমার?
-কেন কি হয়েছে কে আপনার ঘুম নিয়ে চলে গেছে?
-কেউ না এমনি কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে।
-কি প্রশ্ন দেখি আমাকে বলেন। দেখি আমি কোন সমাধান বের করতে পারি কিনা।
-আচ্ছা আপনার নাম কি? আপনি কোথায় থাকেন?
-হঠাৎ এই প্রশ্ন?
-এমনি এতদিন ধরে কথা বলছে একটু নাম জানতে পারি না ঠিকানা জানতে পারি না?
-হ্যাঁ পারেন। আমার নাম সারফরাজ।
-আপনি কোথায় থাকেন?
-এই সামনেই কেন?
-না এমনি। জানেন আজকে আমাকে কবিরাজ দেখতে এসেছে। সে বলছে আমাকে নাকি জিনের আছর পড়েছে।
-ও।
-উনি আরো কিছু বলেছেন।
-কি?
-না কিছু না থাক।
-বলেন কি বলেছে?
-বলেছে আপনার মধ্যে নাকি অনেক রহস্য লুকিয়ে আছে?
-একটু বলবেন আমাকে কোন রহস্যের কথা বলেছেন উনি? প্লিজ সত্যি বলেন।
খেয়াল করে দেখলাম এটা বলার সাথে সাথেই ছেলেটা কেমন মন মরা হয়ে গেল। সে কিছু না বলেই সেখান থেকে চলে গেল। আমার মনে আবারও প্রশ্ন গুলো থেকে গেল।
কিন্তু ছেলেটা চলে যাওয়ায় আমারও কেমন যেন খারাপ লাগা শুরু হলো। মন বলছে ছেলেটাকে ডাক দিয়ে কিছুক্ষণ গল্প করতে। আচ্ছা আমি কি সত্যি ছেলেটার প্রেমে পড়েছি? না এটা কিভাবে সম্ভব আমি তো ছেলেটাকে চিনিও না এখনো। কিন্তু ছেলেটা যাওয়ায় আমায় এরকম খারাপ লাগা শুরু করছে কেন? মনে হচ্ছে কোন স্পেশাল মানুষ আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আসলে আমি কোন সময় প্রেম-টেম করিনি আর তাই এই ব্যাপারে আমার কোন অভিজ্ঞতা নেই। কিন্তু আমি চোখ বন্ধ করলেই ছেলেটার কথা মনে পড়ে এবং ছেলেটার চেহারা মনে পড়ে। এগুলো কি প্রেমেরই লক্ষণ?
যাইহোক আমি এসব কথা আর ভাবতে চাচ্ছে না। এমন সময় কেমন যেন এক অদ্ভুত আওয়াজ আমার কানে চলে আসলো। আমি খেয়াল করে দেখলাম ওই মেয়েটা ভালো একটি রূপ নিয়ে আমার সামনে হাজির হল। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। এমন সময় দেখলাম আমার সামনে একটি কবর হাজির হল এবং সেখান থেকে আমার লাশ বেরিয়ে এলো।আমি ভয়ে চিৎকার করতে লাগলাম। কিন্তু আমার গলা দিয়ে কোন আওয়াজ বের হলো না। লাশটি আমার খুব কাছে চলে আসলো। মেয়েটিও জোরে জোরে হাসতে লাগল এবং বলতে লাগল আজকে তোর শেষ রাত। আমার ভয়ে খুব কান্না পাচ্ছিল । লাশটি যখন আমায় খুব কাছে চলে আসলো দেখলাম এটি আর আমার কাছে আসতে পারছে না মনে হচ্ছে কে যেন তাকে বাধা দিচ্ছে। এবং ওই মেয়েটিকেও কে যেন পিছন দিক দিয়ে ধরে রাখছে। আমি খেয়াল করে দেখলাম এটা আর কেউ না সারফারাজ করছে। দেখলাম সে অনেক বড় একটি রূপ নিল এবং কিছু অস্বাভাবিক শক্তির মাধ্যমে তাদেরকে আটকে রেখেছে। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আসলেই ছেলেটা রহস্য কি এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমি কিছু বলবো এর আগেই ছেলেটি তাদেরকে নিয়ে ভ্যানিশ হয়ে গেল।
চলবে,,,,,,,,
জ্বিনের আছর (Season 1) Episode 9
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
715
Views
27
Likes
2
Comments
4.4
Rating