কুদ্দুস যখন বাবা মার সাথে চালাকি করে

রনি
রনি
লেখক

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
কুদ্দুস তার মা বাবার সাথে খেতে বসেছিলো,,,

কুদ্দুস হঠাৎ বললো,,

কুদ্দুসঃবাবা গতদিন তুমি যখন একজন আন্টির হাত ধরে রাস্তা পার হচ্ছিলে,আমি কিন্তু তোমাকে দেখেছি,,,
কুদ্দুসের বাবাঃ ধমকে উঠে বললো,,,তোমাকে একবার বলেছি না খাবার মুখে দিয়ে কথা না বলতে,,

তখন কুদ্দুসের মা বললো,,,
কুদ্দুসের মাঃ কেনো শুধু শুধু ধমকাচ্ছ,,কি বলতে চায়,,বলতে দাও
হ্যা বাবা তারপর কি হয়েছে,,
কুদ্দুসঃ বাবা আন্টিটাকে নিয়ে পার্কে ঢুকল,,

কুদ্দুসের মাঃ তারপর কি হলো,,
কুদ্দুসঃ আন্টিটাকে নিয়ে একটা ঝুপের আড়ালে একটা বেঞ্চে গিয়ে বসলো।
কুদ্দুসের মাঃ তারপর,,

কুদ্দুস চুপ করে রইলো,,
কুদ্দুসের মাঃ তোকে একটা কিন্ডারজয় দিবো, বল বল কি হয়েছে,,
কুদ্দুসঃ বাবা তারপর ঐ আন্টিটাকে জড়িয়ে ধরলো,,যেমন করে পাশের ফ্লাটের মালেক আংকেল তোমাকে জড়িয়ে ধরে।।
কুদ্দুসের মাঃ থাপড়িয়ে দাঁত ফেলে দিবো ফাজিল কোন হানের খাবার মুখে কথা বলতে তোর বাবা একদিন নিষেধ করছে না।।।।।
1.88K Views
100 Likes
13 Comments
4.0 Rating
Rate this: