কাজী নজরুল

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
কবি তুমি কাজী নজরুল ।
মনের সত্য সততাই তোমারি কবিতায় ।
শুনে আমার হৃদয় জুড়ায় ।
তুমি বাংলার অলংকার ।

তোমার গান গাওয়া ছিল সুরেলাই।
মধুময় তোমার কবিতায় ।
তোমার প্রার্থনা ছিল ।
মসজিদেরই পাশে আমার ।
কবর যেন হয় ।
সকাল সন্ধ্যা আমি যেন।
মুয়াজ্জিনের আযান শুনতে পায় ।

তোমার স্বপ্ন তোমার আশা ।
পূরণ করেছে আল্লাহ তালা ।

তুমি কবি বিদ্রোহী ‌।
তুমি কবি সংগ্রামী ।

বিশ্বসেরা কবি তুমি ।
আমি তোমার কবিতা শুনি।

তোমাকে আমি হৃদয়ে রাখি।
তোমাকে আমি ভালোবাসি ।

তোমার জন্য মুনাজাতে
মন খুলে দোয়া করি।
320 Views
26 Likes
5 Comments
4.8 Rating
Rate this: