ঈদ তুমি কার

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ঈদের সময় ঘনিয়ে এলো
ঈদের মজা এলো না
জামা নাই জুতা নাই
কেউ তো ভাই দিল না

নেতা আছে জ্ঞানী আছে
সবাই তো নিজের কাজে
মোদের পাশে এলো না
ভালো মানুষ কোথায় ভালো
আমরা নাই ভালো না

মনের কষ্ট মনেই থাকে
কেউ তো ভাই দেখল না
চাঁদনী রাতে চাঁদ দেখে যায়
চাঁদ মামাও কিছু দিল না

আমরা যদি ভুল করি
সবাই শুধু মারতে পারে
ভালোবাসার কেউ ছিল না
বাবা নাই মা নাই
রাস্তায় মোদের হলো ঠাঁয়
কেউ মোদের দেখালো না

সৃষ্টিকর্তা কোথায় তুমি
সৃষ্টি করলে কেন তুমি
মদের মত পাপী
মোরা তো মহা পাপী
372 Views
15 Likes
7 Comments
3.6 Rating
Rate this: