ঈদুল ফিতরের ১০ টি সুন্নাহ

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ঈদুল ফিতরের ১০ টি সুন্নাহ।

১. সকালে মিসওয়াক ও গোসল করা।
২. যার যা আছে তার মধ্যে সবচেয়ে ভালো পোষাক পরিধান করা।
৩. সুগন্ধি ব্যবহার করা।
৪. ঈদের সালাতে যাওয়ার পূর্বে খেজুর বা অন্য কোন মিষ্টি জাতীয় খাবার খাওয়া।
৫. ঈদের সালাতে পায়ে হেঁটে যাওয়া।
৬. ঈদের সালাত হতে ফেরার সময় ভিন্ন পথে আসা।
৭. ঈদের তাকবীর পাঠ করা
৮.ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া।
৯. ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা প্রদান করা।
১০. হাসিখুশি থাকা।
👇👇👇👇👇👇👇👇👇
রাতে বিদায় নিল তারাবিহ ।
ভোরে বিদায় নিল সাহরী।
আজকে বিদায় নিল ইফতারি ।
জীবনে এই দিন ফিরে পাবো কিনা জানিনা।
হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিও।
কবুল করে নিও। আমিন।


লেখক মোহাম্মদ ইমন মাতুব্বর।

241 Views
8 Likes
2 Comments
4.4 Rating
Rate this: