বাস্তব কিছু কথা।।

রনি
রনি
লেখক

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
যে সব ছেলেরা মেয়েদেরকে বলে জে,,,,,,, আটা ময়দা মেখে সুন্দরী হইছে, কথাগুলো ঐসব ছেলেদের উদ্দেশ্যে বলছি,

কখনও কালো মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে হাত ধরে হেটেছো?

কখনও কালো মেয়েকে বলেছো,,
তোমাকে আমার খুব ভালো লাগে?

কখনও কালো মেয়েকে বলেছো,,,, আমি তোমাকে দেখেই ভালোবেশে ফেলেছি?


কখনও কালো মেয়েকে বলেছো,,, আমি তোমাকে ছাড়া বাঁচবো না?

কখনও বাবা মাকে বলেছো আমি কালো মেয়েকে বিয়ে করবো?

আমি জানি এই সব কথার কখনও কোনো উওর হবে না, কারন তোমরা সেই আটা ময়টা সুন্দরীই চাও।।।

তাহলে এইটা মেয়েদের দোষ নাকি তোমাদের দোষ?


শুধু ছেলেরা নয় সব মানুষই সুন্দর জিনিসটাই চায়।।

কিছু কিছু ছেলেরাই তো মেয়েদেরকে আটা ময়দা মাখতে বাধ্য করতেছে।।

মানুষ সব সময় সুন্দরের প্রতি আকৃষ্ট থাকে তাই তাদের কালো জিনিস ভালো লাগেনা

তেতো হলেও কথাগুলো সত্যি।।।।।।
877 Views
42 Likes
3 Comments
3.6 Rating
Rate this: