হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসলো,
মা বললো তোর ময়না আর বেঁচে নেই।
আমার কলিজাটা ধরে কে যেন মোচড় দিল।
কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি,
ধপাস করে ফ্লোরে বসে পড়লাম.
অনেক কষ্টে বললাম- কেন? তার কি হয়েছে ছিল?
মা:-জানি না বাবা,সারা দিন ভালো ছিল।
রাতে খেয়ে ঘুমিয়ে পড়লো,ভোরে দেখি আর বেঁচে নেই।
আমি:-ঠিক আছে মা,তুমি ফোন রাখো।।
যখন ইন্টার পরীক্ষা দিতে যাই,
তখন পথে ময়নার সাথে আমার দেখা হয়।
প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে যায়।
ওছিল অনেক দুষ্টু,আর দুষ্টুমি সব সময় আমার ভালো লাগে।
তাই খুব বেশি পছন্দ হয়ে যায়।
পরিক্ষা শেষ বাড়ি এসে মাকে ময়নার কথা বললাম,সবাই রাগরাগি করে।
বলে তোকে পালে মানুষে আর তুই আবার আরেকটা পালবি।
আমিও ছেড়ে দেয়ার পাত্র নয়.
আমি বললাম,আমি ময়নাকে চাই,ওরে আমার লাগবেই লাগবে। সেই বলা সেই কাজ, ময়না কে একে বারে ঘরে নিয়ে আসলাম। শুধু একটা দিনের জন্য নয়, সারা জীবনের জন্য।
যখন ময়না কে ঘরে আনলাম সবাই রেগে আছে।
ছোট বোনটা বললো,ভাইয়া অনেক সুন্দর তোমার ময়না।আমি শুধু হু বলেই চলে গেলাম।
সে খুব ছোট নিজের কাজ নিজে করতে পারে না। তাই আমি সবসময় তার সাথে ছায়ার মতো লেগে থাকতাম।
তাকে সব সময় গোসল করিয়ে দিতাম।
নিজ হাতে খাইয়ে দিতাম।
সুন্দর করে বিছানা করে ঘুম পাড়িয়ে দিতাম।
যদি আমার ময়নার রাতে ক্ষুধা লাগে।
তাই রাতে এলার্ম দিয়ে রাখাতাম, রাতে উঠে নিজ হাতে খাইয়ে দিতাম।
সব সময় তার যত্ন করতে করতে খুব ভালবেসে ফেলি।
পরিক্ষা শেষ হলে কিছু দিন পর.তাকে ছেড়ে ঢাকা চলে আসি।
আসার সময় ময়নাকে ছেড়ে আসতে খুব কষ্ট হয়ে ছিল।
ও আমার দিকে তাকিয়ে ছিল.আমি ওর দিকে তাকিয়ে ছিলাম কোন কথা নেই।
শুধু বলে ছিলাম ভালো থাকিস ময়না।
নিজের প্রতি খেয়াল রাখিস। এখন তুই আর আগের সেই ছোট না, অনেক বড় হয়ে হয়ে গেছিস।
খুব অদ্ভুত দুনিয়ার নিময়.পুরুষ কখনোই ভালোবাসা কাছে পায় না।
তাকে ভাগ্য দূরে ছিনিয়ে নেয়।
হয়তো তাতেই ভালোবাসা সুন্দর হয়।
মা বললো নিজের প্রতি খেয়াল রাখিস।
আমি বললাম ঠিক আছে মা। তুমি নিজের এবং আমার ময়নার খেয়াল রেখো।
ময়নার প্রতি খুব বেশি মায়া হয়েছিল।
কিন্তু তাকে ছেড়ে আসতে ইচ্ছে করছে না এটা তো বলা যায় না।
নিরুপায় হয়ে চলে আসলাম, শুধু শূন্য হৃদয়ের হাহাকার নিয়ে এলাম। ময়না কে ছেড়ে আসতে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।যখনি ময়নার কথা মনে পড়ে। মনে পৃথিবীর সবকিছু ওর কাছে চলে যাই।
আজ তিন মাস হয়ে গেল।
ময়নার এমন খবর শোনার জন্য তৈরি ছিলাম না।
হয়তো আমার ময়নার ঠিক মতো খেয়াল রাখেনি।
জানি না আমার ময়না কতটা কষ্ট পেয়েছে।
কিছুক্ষণ নিরব থেকে মাকে একটা কল দিলাম।
মা:- হ্যালো..
আমি:- মাকে বলি ময়না কে সুন্দর করে মাটি দিও। আর খাঁচাটি কাউকে দিয়ে দাও।
ভালো থেকো বিকেলে কথা বলবো।বায়।
আমি ভাবছিলাম ময়না পাখিটা কথা বলবে তা হলো না।
আমার সখের ময়না
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
795
Views
28
Likes
2
Comments
4.9
Rating