আমরা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
যখন তুমি বলেছিলে,
সুলতানা তোমায় খুব মনে পড়ছে।
ভালো লাগছে না, অস্থিরতা লাগছে ভীষণ _
দু-একটি উপরন্তু কথা বলেছি তোমায় ঠিকই
কিন্তু বাস্তবতা জানে _
ভাতের থালার উপর গড়িয়ে পড়া অশ্রুর খবর

টিউশন ছিলো
তৈরি হচ্ছিলাম
কিন্তু বাস্তবতা জানে _
এতোটাই ভেঙে পড়েছিলাম তোমার টানে
শক্তি ছিলো না
তৈরি হওয়ার.......
হিজাব পড়তে পড়তে আয়নার সামনে
এতোটাই ভেঙে পড়েছিলাম কান্নায়
মন শুধুই বলছিলো_
I wish একটি ফোন কল আসতো
যে,আজকে আপনি পড়াতে আইসেন না!!
কিন্তু........... কিছুই না

বাস্তবতা জানে আমার প্রিয় পুরুষ
আপনার টানে প্রতি কদমে হাটার শক্তি
ছিলো না আমার!!

আপনার সাথে মান অভিমান এর কষ্টের
চেয়েও বড় কষ্ট হচ্ছে _আপনাকে miss
করার যন্ত্রণা ❤️!!!
বিচ্ছেদের চেয়েও ভয়ংকর _

আপনার খারাপ লাগাটা আপনি
প্রকাশ করলেন, আপনার কষ্ট হলো
তারপর আপনি ঘুমিয়ে পড়লেন!!
ঘুম থেকে উঠে সব শেষ!!
আপনি আপনার মতো!!

কিন্তু,,আমি মরেছি তিলে তিলে _
প্রতিমুহুর্তে!!

আমার অক্ষিও ক্লান্ত জানেন,
খুবই ব্যাথা আপনার শখের এ
২টি মায়াবী চোখে_

পৃথিবীতে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে,
একই সাথে কাউকে ভালোবাসা আবার
কাউকে ঘৃণা করা!!
আপনি আমার ভালোবাসার যে রঙ
দিয়েছেন,
হৃদয়ে এখন ভয় ছাড়া কিছু কাজ করে না
সেই ভয় থেকেই,
উপরন্তু উপরন্তু আপনার সাথে খুবই
কঠোর ভাষায় জোরপূর্বক হৃদয় শক্ত
করে কত বাজে ব্যাবহার করতে হয়_

কিন্তু বাস্তবতা জানে _
আমার বলা প্রতিটি কথা আপনার হৃদয়ে
আঘাত করার পূর্বেই,
আমাকে ছিন্নভিন্ন করে দেয়!!
ভীষণ ভালোবাসি যে আপনাকে অন্তর থেকে
না চাইতেও উপর দিয়ে অনেক কিছু বলে
দিতে হয়,
অনেক কঠোর হতে হয় __

আমার ভালোবাসার গভীরতা
কোনদিনই আপনি জানবেনও না,
বুঝতেই পারবেন না!!

আমাকে ছিন্নভিন্ন করে দেওয়া ক্ষতের
সন্ধান আপনি কোনদিনই খুজে পাবেন না

আমার অনেক আর্তনাদের সন্ধান
ক্রন্দনের রোলের কারণ
আপনি কোনদিন জানতেই পারবেন
না _
আর না আমি আপনাকে কখনো বলতে পারবো কিছু _(0710)
35 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: