সবুজ গাছে বাতাস লাগে
পাখিরা সব খেলা করে
একটা পাখি খাচায় থাকে
কখন সে মুক্তি পাবে
মিলবে ডানা নীল আকাশে
ঘুরবে এই সবুজ দেশে
ডাকবে সে কুহু কুহু
মনটা তাহার উড়ু উড়ু
লাগেনা ভালো খাচায় তাহার
দেখতে চাই
রঙিন পাহাড়
মুক্তি পাবে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
348
Views
22
Likes
5
Comments
3.8
Rating