আজ পূর্ণিমা রাত। আমি রাত বারোটাই ঘুমিয়ে ছিলাম। কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমি আর এক দুনিয়ায়। আমি এটা একটা স্বপ্ন মনে করেছিলাম। কিন্তু এটা একটা স্বপ্ন না এটা সত্যি ছিল। তারপর থেকে আমার জীবনটা বদলে গিয়েছে। এদিক সেদিক ঘুড়ি কিন্তু আমি আমার বাড়ি ফেরার রাস্তা খুঁজে পাই না। আমার থাকার জন্য জায়গা নাই আমি কোথায় যাব সেটা আমি জানি না।
ঘুরতে ঘুরতে একদিন আমি এক বুড়িমার বাসায় চলে গিয়েছিলাম। তাকে আমি সব কথা বললাম। আমি এক পূর্ণিমা রাতে ঘুমিয়ে ছিলাম ঘুম থেকে উঠে দেখি আমি এ দুনিয়া চলে এসেছি। আমি আরেক দুনিয়ায় থাকি কিন্তু সে দুনিয়ার ফেরার রাস্তা আমি জানিনা। আপনি কি জানেন কিভাবে আমার দুনিয়া আমি ফিরব। বুড়িমা বললেন দুই বছর পর একটা রাত আসবে তুমি সে রাতে পাহাড়ে যেও। তুমি যে দুনিয়া থেকে এসেছো সে দুনিয়া চলে যেতে পারবে। আমি বললাম সত্যি কি ? বুড়িমা বলল হ্যাঁ সত্যি। আমি বললাম বুড়িমা আপনি কি আমাকে এখানে দুবছর থাকতে দেবেন আমি আপনার সব কাজ করে দিব। বুড়িমা বলল ঠিক আছে তুমি এখানে থাকতে পারো। আমি বললাম সত্যি বুড়িমা আমি এখানে থাকতে পারি। বুড়িমা বলল হ্যাঁ।
তারপর দিনের পর দিন কাটতে লাগলো। একদিন সে রাত চলে আসলো। বুড়িমা কে বিদায় দিয়ে আমি সে পাহাড়ে গেলাম। তারপর ওখানে আমি ঘুমিয়ে গেলাম। আমি ঘুম থেকে উঠে দেখি আমি আমার রুমে আছি। আমার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে কিন্তু আদৌ কি এটা স্বপ্ন ছিল ?
মোটামুটি
HUM GOOD. RATE:★★
Valo
একদম ভালো হয়নি।।।
bhalo ache
valoe
khub blo lagche golpota
ভালো লেগেছে গল্পটা
ফাতেমা আক্তার
খুব খুব খুব খুব খুব খুব খুব সুন্দর লিখেছেন,,, আজকে প্রথম পর্ব পড়লাম,, ইনশাআল্লাহ আবার পরে পরবো ,, আমার লেখা পড়ার অনুরোধ রইলো ,,, আমাকে ফলো করলে আমিও সাথে সাথে আপনাকে ফলো করবো ইনশাআল্লাহ ।