📜ক্যাটাগরি: প্রথমেই বলে রাখা ভালো গল্পটি আমার কল্পনা সত্তা থেকে তৈরী সেক্ষেত্রে প্রতিটি চরিত্র,স্থান,কাল—সবই কাল্পনিক।বাস্তবের সঙ্গে এ গল্পের কোনো মিল নেই।
🚫গল্প শুরু করার আগে এলার্ট হন
বৃষ্টি এইবার অর্নাস তৃতীয় বর্ষ বাবার জবে বদলির কারনে আজ বাসা ছেড়ে অন্য বাসায় সিফট হচ্ছে... দিনটি খুব ব্যস্ততায় কাটল আমাদের সব কিছু গোছানো আগে থেকেই চলছে বাড়িটা মূলত আমার বাবা কিনেছে সব গোছানো কমপ্লিট শুধু স্টোর রুমটায় বাদে।
নতুন বাসা দেখতে খুব সুন্দর যাকে মূলত আলিশান বাড়ি বলা চলে,রুম গুলো বেশ বড় বড় আমি ঘুরে ঘুরে সব কটা রুম দেখলাম ভালোই লাগলো।
মনোমুগ্ধ বাড়ির পরিবেশ ।
কিছু দিন এভাবে কেটে যায় হঠাৎ গরমের ছুটি পড়ে খুব ব্যোরিং দিন কাটছিল কি করবো বুঝতে পারছিলাম ভাবছি রুম গুলো পরিস্কার করি সব গুলো রুম গোছানো শেষে স্টোর রুমের সামনে যায় , রুমটি লক করা খুলছিল না চাবিও নেই হঠাৎ মনে পরলো দারোয়ান আঙ্কেল কথা দ্রুত দারোয়ান আঙ্কেলের কাছে গেলাম আঙ্কেল কে বললাম আমাকে দরজাটা খুলতে সাহায্য করবেন স্টোর রুমে দরজাটা খুলতেছিল না আঙ্কেল একটি লোহার হাতুড়ি দিয়ে খুলে ফেললো ভেতর গিয়ে দেখলাম জালে ভরা মাকড়া জাল বুনেছে ধুলা বালি তে সব ছেয়ে আছে সব পুরোনো জিনিস পএ আর একটা লাইব্রেরী অনেকগুলো বই পুরোনো কিছু জিনিস আমি লাইব্রেরিটি দেখছিলাম হঠাৎ চোখে একটি ডাইরি পরল, ডাইরি টি হাতে নিলাম ডাইরি খুলতেই প্রথম পাতায় একটি নাম দেখলাম বড় করে লেখা সন্ধ্যা , পরবর্তী পাতায় পড়তেই যাবো হঠাৎ মায়ের ডাক কিরে এই খানে কি করছিস স্টোর রুমে কি চল নিচে চল তোর বাবা খেতে ডাকছে আর এই রুমে আসা বারং জানিস না তুই, চল তাড়াতাড়ি ...
আমি হাতটা পিছিয়ে ডাইরিটি লুকিয়ে নিলাম...
রুমে গিয়ে ডাইরিটি রেখে, খাবার শেষ করলাম
দিনটি কোন ভাবে কাটিয়ে রাতে পড়াশোনা শেষে ঘুমাতে যাবার আগে ডাইরিটা পড়ার খুব ইচ্ছা হলো ডাইরিখুলে সুন্দর লেখার সেই সন্ধ্যা লেখাটি দেখলাম পরবর্তী পৃষ্টা উল্টে পড়তে শুরু করলাম...
আমি সন্ধ্যা শান্ত প্রকৃতির মেয়ে,অন্যদের তুলনায় খুব চুপচাপ,কলেজ লাইফ থেকে শুরু করে ইউনিভার্সিটি লাইফে চুপচাপ স্বভাবের হওয়াই কম র্যাগিং এর স্বীকার হয় নি, আমার ইউনিভার্সিটি প্রথম দিনও আমাকে র্যাগিং সহ্য করতে হয়ছে , তবে সব কিছুর মধ্যে আমার কিছু পছন্দের বান্ধবী হয়েছিল, সবার সাথে সময় কাটাতে খুব ভাল লাগেতো..
তবে সবটা সুখ আমার কপালে লেখা ছিল না বাবা মায়ের এক্সিডেন্ট হয়, এক্সিডেন্ট বাবা মারা গেল, মায়ের অবস্থা খুবই ভয়াবহ ছিল, কমায় চলে গিয়েছিল শুধু শুনতে পারবে হাত পা নাড়াতে পারবে না, মায়ের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল আমি আমার বাড়ির জায়গাগুলো বিক্রি করে দিই মায়ের চিকিৎসার জন্য কোন কিছুতেই কিছু হচ্ছিল না সব জায়গায় বিক্রি করার পর শুধু ছিল আমার ছোট্ট বাড়িটা কিন্তু এটা বিক্রি করলে আমি বা আমরা যাব কোথায়??
আমার কিছুর বুঝতে পারছিলাম না হঠাৎ একদিন আমার এক আন্টি আমাকে অনেক টাকা অফার করে, কাজ কি জানতে চায়লে বলে একটি ছেলেকে বিয়ে করতে হবে যদি সে আমাকে পছন্দ করে তবেই বিয়েটা হবে,ছেলেটির দাদি তাকে বিয়ে করবে মূলত একটি বাচ্চা জন্য তারপর ডিভোর্স হলেও পবলেম নেই অনেকটা কন্টাক্ট ম্যারেজ যেটা শুনে আমি প্রথমেই না বলে দেই।
কিন্তু আন্টি আমাকে বললো সন্ধ্যা আমার কিছু টাকার প্রয়োজন তুমি দেখতে সুন্দর তাই তোমাকে এই অফারটা দিচ্ছি, তোমার সাথে বিয়ে দিতে পারলে আমিও কিছু টাকা পাবো আর তুমিও তোমার মায়ের সুস্থ করে তুলতে পারবে।
আমি কোন কিছুতেই রাজি হয়নি।
সেই দিন আমি না বলেছিলাম ,
আমি অন্য কোথাও টাকার জন্য চেষ্টা করি, নিজের আত্নীয়দের কাছে যায়,কেউই আমাকে সাহায্য করে না, আমি একটি স্টলে কাজ নেই কিন্তু সেখানকার ম্যানেজার আমার দিকে খারাপ নজর দেয়, আমাকে স্পর্শ করার চেষ্টা করে,সেদিন আমি কোন মতে পালিয়ে বেঁচে ফিরেছিলাম, আমার কাছে খাবার মতো একটি টাকাও ছিল না, আর মায়ের চিকিৎসার জন্য টাকা কোথায় পাব ভেবে আমি খুব চিন্তিত ছিলাম , তারপর আন্টির কথায় রাজি হলো সন্ধা।
আন্টি তো মহা খুশি কারন আন্টি জানত সন্ধা সুন্দর সাদা বর্ণ, কমল মলন চেহারা, টানা মায়াবী চোখ যে কারোর দেখেই পছন্দ হবেই।
আন্টি সন্ধ্যা কে একটি ইনজেকশন পুস করলো এটি এমন এক এন্টিবায়োটিক যা শরীরের সুগন্ধি বৃদ্ধি করে, যা দ্বারা যে কোন পুরুষ মেয়েটির প্রতি আকৃষ্ট হতে পারে কিন্তু এর মেয়াদ ১৫ দিন... তবে খুব কাছে না গেলে এই সুগন্ধী টা অনুভব করা যাবে না।
সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরলো তখন প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি আন্টিকে বললাম আমার কি হয়েছিল আন্টি???
আন্টি বলল এটা খুব স্বাভাবিক একটা এন্টিবায়োটিক এই ড্রোসটা কিছুক্ষণ এডজাস্ট হতে সময় লাগে,
কাল তোমাকে আমি মালিহা মেনশনে নিয়ে যাবো....,
সন্ধ্যা তোমার জন্য কিছু ড্রেস এনেছি এগুলো মধ্যে একটি পড়ে তৈরী থেকো।
তাই বলে আন্টি চলে যায়...
ড্রেস টি হাতে নিয়ে সন্ধ্যা নিশ্চুপ হয়ে যায়, সন্ধ্যা কি পারবে তার মাকে সুস্থ করে তুলতে...
গৌধূলির সন্ধ্যা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
59
Views
0
Likes
2
Comments
4.0
Rating