তুই প্রেম না পাপ "episode 3"

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:


❤️ পর্ব ৩: লুকানো রাতের গল্প

বৃষ্টি যেন আজ থামতেই চায় না।
ঘরের ভেতর অন্ধকার। হঠাৎ বিদ্যুৎ চলে গেল।
আফরিন হকচকিয়ে বলল,
– “এই রকম রাতে বিদ্যুৎ গেলে আমার ভয় লাগে।”

আরিফ মোমবাতি জ্বালল।
হালকা আলোয় আফরিনের মুখটা আরও কোমল, আরও সুন্দর লাগছিল।
তার ভেজা চুল থেকে গড়িয়ে পড়া ফোঁটা ঠোঁটের কোণে এসে থামল।
আরিফ তাকিয়ে থাকল… নিজের অজান্তেই।

– “তুই এমন করে তাকাচ্ছিস কেন?”
আফরিনের কণ্ঠে লাজুক রাগ, কিন্তু চোখে অন্যকিছু।
আরিফ হাসল,
– “আমি তাকাচ্ছি না… আমি ছবি আঁকছি চোখ দিয়ে।”

আফরিন মুখ ঘুরিয়ে বলল,
– “তুই একদম পাগল।”
আরিফ এগিয়ে গিয়ে মোমবাতিটা টেবিলে রাখল।
আলো এখন তাদের মুখে।
দুজনের ছায়া দেয়ালে কাঁপছে… ঠিক যেমন কাঁপছে তাদের শ্বাসপ্রশ্বাস।

হঠাৎ বজ্রপাতের শব্দে আফরিন চমকে উঠল।
তার হাত শক্ত করে ধরল আরিফের বাহু।
আরিফ ফিসফিস করে বলল,
– “ভয় পাস না। আমি আছি।”

সেই মুহূর্তে আরিফের আঙুল ছুঁয়ে গেল আফরিনের গাল।
গরম স্পর্শে আফরিনের গায়ের লোম খাড়া হয়ে গেল।
সে চোখ বন্ধ করল।
মুহূর্তটা যেন আটকে গেল সময়ের ভেতর।

ঠিক তখনই দরজার বাইরে কারো হাসির শব্দ!
দুজন লাফিয়ে উঠল।
আফরিন হকচকিয়ে বলল,
– “কে ছিল?”
আরিফ জানালার ফাঁক দিয়ে তাকাল…
কেউ নেই।
শুধু ভিজে মাটিতে কারো পায়ের ছাপ…


---

🔥 [চলবে… পর্ব ৪: ভয়, প্রেম আর পাপের সীমা]


আমি লেখক আরিফ হোসেন ।
47 Views
1 Likes
1 Comments
5.0 Rating
Rate this: