সবুজ প্রকৃতি,সকালের কুয়াশা,একের পর এক পুরোনো মিনার, মসজিদ পেরিয়ে গাড়িটা চলছে তো চলছেই....!! হঠাৎ কেউ একজন ড্রাইভার কে বললো Stop the car please..
ঠিক বসফরাসের সামনে গাড়িটা থেমে পড়লো।আর গাড়ি থেকে বের হতেই আমরা দেখতে পাই মিষ্টি কালার পড়নে শাড়ি, চুল গুলো যার ঝুঁটি করা,,তবে কেশবতী!! সৌন্দর্যের বাহারের যার নেই তুলনা... যাকে বলে Natural beautiful, সাথে স্নিগ্ধতা, কোমলতা,হৃদয় প্রশান্ত করার মতো মায়া তো আছেই face cut এ..চোখ ২টো আধো কাজলে রাঙানো, ঠোটগুলো যার লাল, এক হাতে ঘড়ি তো অপর হাতে আংটি আর ব্রেসলেট!! আর উচুও না,নিচুও না এক জোড়া heels পরনে!!
ভারী মিষ্টি রুপবতী,কেশবতী মায়াবীনী মেধাবী ধীরে ধীরে এগিয়ে গেলো ইস্তাম্বুলের বসফরাস জলরাশির কাছে!! চোখ ২টো বন্ধ করে ২হাত ছড়িয়ে দিয়ে এক গভীর নিঃশ্বাসে হারিয়ে গেলো...!! মনে হচ্ছে ঐ ঢেউ গুলোকে আজ সে কিছু বলতে চায়...!!
হঠাৎ.. পিছন থেকে কেউ একজন বললো " Buyurun Hanimefendi ( তার্কিশ ভাষা : বুয়ুরুন হানিমেফেন্দি- মানে হচ্ছে ম্যাডান চলে আসুন)!! তখন সে মৃদু হেসে বললো : আসছি😊!! ব্যাস গাড়ি আবার ছুটতে শুরু করলো।
ছুটতে ছুটতে গাড়ি গিয়ে থামলো" Istanbul University " এর সামনে। হ্যা ঠিক শুনেছেন ইস্তানবুল ইউনিভার্সিটির সামনে❤️!!
আসসালামু আলাইকুম
আমি তানু। বাংলাদেশ থেকে Undergraduate Complete করে পাড়ি জমাই তুরস্কে graduate complete করার জন্য। তবে ভাগ্য শুধু Graduate complete এ রাখেনি,বরং বানিয়ে দিলো Istanbul University Sociology department এর professor. আজ আমার স্বপ্নের চাকুরীর ১ম দিন। তো চলুন এগিয়ে যাওয়া যাক:
University তে ঢুকে সোজা Chancellor এর রুমে!! May i come in sir??
Sir: Oh..miss Tanu.. Come come
তানু: খোশামদি স্যার!! (তার্কিশ ভাষায় হেলো)
Sir: খোশামদি খোশামদি
তো Miss Tanu..আজ আপনার ১ম ক্লাস আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের সাথে। আশা করি আপনি সঠিক শিক্ষা জ্ঞান দিয়ে এক নতুন প্রজন্ম গড়ে তুলবেন!! Congratulations again.
তানু: Thank you so much sir. আমি আমার দায়িত্ব কর্তব্য মান মর্যাদা নিষ্ঠা সবসময় বজায় রাখিবো।
আসসালামু আলাইকুম
আসি!!
বের হয়ে সোজা গন্তব্যের দিকে এগোতে শুরু করলাম!! Sociology 1st semester classroom এর দিক.........
(আজ শুধু পরিচয় পর্বই!! আরও অনেক টুইস্ট, দর্শন,অভিজ্ঞতা তানুর শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, তুরস্কের গল্প জীবনাদর্শন,রোজ ছোট ছোট গল্প পাবেন!!
পাশে থাকুন প্রিয় পাঠকেরা😊)
দিনলিপি : Introduction Episode
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
69
Views
2
Likes
0
Comments
5.0
Rating