সত্য স্বপ্ন
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
হাদিস (আরবি ও বাংলা অর্থ)
❤️আরবি:
عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ ﷺ مِنَ الْوَحْيِ الرُّؤْيَا الصَّادِقَةُ فِي النَّوْمِ، فَكَانَ لَا يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ...
বাংলা অর্থ:
উম্মুল মু’মিনীন আয়িশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন—
রাসূলুল্লাহ ﷺ -এর কাছে সর্বপ্রথম ওহী আসা শুরু হয় সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন, তা সকাল বেলার আলোর মতো স্পষ্ট হয়ে দেখা দিত।❤️
(সহীহ বুখারী, হাদিস নং ৩ – কিন্তু “বই: ওহীর সূচনা”-তে এটি দ্বিতীয় স্থানে উল্লেখিত)
সংক্ষিপ্ত ব্যাখ্যা🌸
রাসূল ﷺ -এর নবুওতের প্রথম ধাপ ছিল সত্য স্বপ্ন।
এ ধরনের স্বপ্ন কখনো ভুল হত না, বাস্তবে ঠিক সেভাবেই ঘটত।
এটি ছিল ওহীর সূচনা, পরে ফেরেশতা জিবরাঈল (আ.) সরাসরি কুরআনের আয়াত নিয়ে আসতে শুরু করেন।
💡 শিক্ষা:
সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হতে পারে এবং এটি নবুওতের একটি অংশ।
আল্লাহ তাঁর প্রিয় বান্দাদেরকে কখনো স্বপ্নের মাধ্যমে হিদায়াত বা সতর্কবার্তা দেন।
তবে স্বপ্নকে শারীয়তের মূল উৎস ধরা যাবে না—এটি কেবল একটি ইঙ্গিত হতে পারে।
✍️ Ripon Khan ✍️
43
Views
1
Likes
0
Comments
0.0
Rating