কবরস্থানের নগন জিন

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমার বন্ধুর বাবার একটি জুতার দোকান ছিল। বাবা
সবসময় রাত ৮ থেকে ৯ টার মধ্যে বাড়ীতে চলে অাসত হঠাৎ একটা দিন বৃষ্টি থাকায় দোকান বন্ধ করে ফিরতে রাত ১১ টা বেজে যায় বাবার সাথে ছিল একটি লাইট তিনি হাটতে হাঁটতে একটা কবরস্থানের সামনে এসে পড়ে লাইটের আলোয় তিনি সামনে কিছু দেখতে পায় ভালো করে দেখে বুঝতে পারলেন এটা একটা মানুষ একটা ছেলে দাঁড়িয়ে আছে সামনে কিন্তু পুরোপুরি নগ্ন হঠাৎ মনে পড়লো তার এই ছেলেটা একদিন আগে মারা গেছে একে এখানে দাফন করা হয়েছিল এ আমার সামনে আসলো কিভাবে ছেলেটি কোন কথা না বলে কবরস্থানের দিকে চলে গেল বাবা তখন ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল ওর দিন সকালে অনেকে এগিয়ে বাবাকে ওখান থেকে বাড়ি নিয়ে আসলো তারপর থেকে বাবার অনেক জ্বর এলো হঠাৎ একদিন তিনি মারা গেল
69 Views
2 Likes
0 Comments
5.0 Rating
Rate this: