লেখাপড়া করি দিনরাত, স্বপ্ন দেখি মন,
চাই একটা চাকরি, গড়তে সুন্দর জীবন।
কিন্তু দেখি নিয়ম যেন, বাঁধা ফেলে পথে,
মেধা হেরে যায় যে ভাই, কোটা নামের ছকে।
কোটা ছিল এক সময়ে, দরকার ছিল ঠিক,
পিছিয়ে থাকা মানুষেরা, পায়নি আলো-দিক।
কিন্তু এখন সময় ভিন্ন, সবাই চায় সমান,
যোগ্যতার হোক যে জয়, তাতেই জাতির মান।
আমরা যারা যুব সমাজ, শক্তি দেশের মূল,
ভুলের বিরুদ্ধে রুখে দাঁড়াই, কণ্ঠ রাখি ফুল।
চাই না কারও প্রতি হিংসা, চাই না বিদ্বেষ,
শুধু চাই একটা নিয়ম, হোক তা নিখুঁত রেষ।
মেধা যাদের, কাজ করুক — রাষ্ট্র গড়ার কাজে,
কোটা যেন অন্তরায় না হয়, এগিয়ে যাওয়ার সাজে।
অন্যায়ের না বলি আজ, করি আমরা প্রতিজ্ঞা,
সমতা থাক সকল স্থানে, থাকুক সত্য-শৃঙ্খলা।
কোটা নয়, চাই না বাধা, হোক না মেধার জয়,
যোগ্যতার আলো ছড়াক, সবার ভালো হোক ভাই।
দেশটা গড়ি একসাথে ভাই, মিলে হাতে হাত,
ন্যায় আর সত্যর পথেই হোক আগামীর প্রভাত।
কোটার বাঁধা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
51
Views
9
Likes
0
Comments
0.0
Rating