এইতো শতক কদম পরে দেখা যায় গোরস্থান
জীর্ণ শীর্ণ হয়ে আছে কবর শতখান।
উপরে মাটিখানা গেছে ডেভে
বাঁশ গেছে পছে
অধিক বৃষ্টির চাপে মাটি পরছে ধসে।
শতক কদম এগিয়ে গেলাম কবর গুলোর পাশে
সঙ্গী সাথে কত গেলো কবর দেশে।
এক খবরে দেখলাম ডালিম গাছখানি
হেলছে দুলছে ডালে গোটা ডালিম দশেকখানি।
হঠাৎ করে চোখের সামনে আবছা ভেসে উঠলো পাশের বাড়ির করম আলী
গত সপ্তাহে চলে গেলো দুনিয়া ছাড়ি বাড়িখান করে খালি।
বিশাল একটা অট্টালিকা বাড়িতে এখনো দাড়ানো
বাড়ির মানুষ ভুলে গেছে করম আলী হারানো।
মনে মনে ভাবতে ভাবতে কর্ম আলী দেখি গায়েব
পিছন থেকে দেখলাম ডাকতাছে আমার পাশের বাড়ির জায়েদ।
কবর রেখে হাঁটা ধরলাম জায়েদের পানে
মনে পরলো জিয়ারত করিনাই করতে তো নাই মনে ।
জিয়ারত শেষে হাত নামানোর আগে বৃষ্টি আসলো ঝুমঝুমিয়ে
মনে পড়লো দালান ছেড়ে মাটির বিছানায় কত মানুষ আছে ঘুমিয়ে।
সব শেষে হাঁটলাম আমি জায়েদের পানে
গোরস্থান খানা আবিস্কার শেষ করলাম জায়েদের সাক্ষাতের স্থানে ।
Anuska sadhukhan
🤔🤔🤔🤔🤔