বাবাজি, আমার মেয়ের পিছে আর ঘুইরো না।
-এই কথা কইলেই হইলো, কতো কষ্টে আমি আমনের মেয়েরে পটাইছি তা কি আমনে জানেন।
-দেখো সামনেই আমার মেয়ের বিয়া।
তুমি যদি ঝামেলা না কর তাহলে আমি তোমারে এমন কিছু অমূল্য উপহার দিমু যা দিয়া তুমি সারাজীবন বইসা খাইতে পারবা।
- এই সব কি বলেন আমনে, সত্যি নাকি,
-একদম সত্যি,হাজার বার সত্যি,
-তা জিনিসটা কি?
-আমার মেয়ের বিয়ের পর এসে নিয়ে যেও।
-এই আমনে দারান একটু ভাবি,সারা জীবন বইসা খাইতে পারমু আল্লাহ এমন জিনিসটা কি তুমি আমার কপালে রাখছো।
ও মশাই দারাই আমি রাজি,,
-এই তো বুদ্ধিমান ছেলে,,
বিয়ের পর এসে উপহার খানা নিয়ে জেও।
অতপর বিয়ের পর ছেলেটা আসলো।মেয়ের বাবা ছেলেটাকে বড় একটা কাঠনবক্সে মোরানো অমূল্য উপহার খানা দিয়ে দিলো।
আর বললো বাসার গিয়ে খুলো এখানে খুললে জ্ঞান হারাইতে পারো।
ছেলে বীরবিক্রমে বাক্স নিয়ে আাসায় গেলো।
তারপর ধীরে ধীরে খুলল, খুলে ছেলের চোখ কপালে উঠে গেলো।
বক্সের ভিতরে একটা RFL এর একটি চেয়ার ছিলো আর একটা চিঠি ছিলো সেখানে লেখা ছিলো,,,,,,,,,,,
জনাব বেক্কল,
এই দিলাম RFL এর চেয়ার। সারাজীবন বসে বসে খাইতে পারবা।
যত্ন করে রাখলে তোমার নাতি পুতিরাও আরামসে বইসা খাইতে পারবে।।।।।।।
খুব বেশি মজার ছিল 😂😂😂😂
ইমরান
ভাই মজা পাইছি😂
daron chilo golpo ta
গল্পের শুরুতে এরকম কিছুই ভাবছিলাম!
nice 👍
onek mojar kotha
ভালোলাগা না অত
দারুণ
খুব সুন্দর গল্প
😆😆😆😆
অনেক ভালো
সরল লোকেরা ঠকে বেশী।
অনেক সুন্দর একটা গল্প শুনে আমি খুব খুশি হয়েছি
নুসরাত
আমি তো হাসতে হাসতে শেষ