🕊️ "শান্তি চাই"
চাই না আর কোনো যুদ্ধ হোক,
না মনেতে, না দেশে।
শান্তি হোক প্রতিটি ঘরে,
ভালোবাসার বেশে।
চাই না কেউ কাঁদুক আর,
চোখ ভিজে থাক পথ চেয়ে।
চাই না কেউ ভাঙুক কারও,
বিশ্বাস, গভীর প্রেম পেয়ে।
হৃদয়ের ভাষায় বলি আমি,
ঘৃণায় নয়, ভালবাসায় থাকো।
চুপচাপ একটু হেসে বলো,
"তুমি আমার পাশে থাকো।"
চাই না ক্ষমতা, সিংহাসন,
চাই না কোনো জয়,
শুধু চাই সকলে মিলে
শান্তির গান গায়।
_-
সারাংশ:_
এই শান্তির জন্যই মানুষ দিন রাত এত কঠোর পরিশ্রম করেন। কিন্তু সমাজের একদল প্রভাব প্রতিপত্তিশালী লোক দুর্নীতি উপায়ে বেশি টাকা উপার্জন করে অন্যের ক্ষতি সাধন করে সবসময়। আসলে তারা শত টাকা উপার্জন করেও কখনো কি শান্তিতে থাকতে পারে। আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয়?
শান্তি চাই
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
28
Views
1
Likes
0
Comments
0.0
Rating