ইচ্ছে করে খুব বেশি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ইচ্ছে করে খুব বেশি
গগনতলে উড়তে,
ডানা নেই বলে সদা
পারি না ঘুরতে।

সাগরের মাঝে গিয়ে
ডুব দিতে ইচ্ছে হয়,
নিকটে তীর নেই তাই
বহু অনুচিন্তে রয়।

পাতালের গহিন পুরে
লুকিয়ে থাকতে চাই,
লোকালয়ের প্রভাবে
লুকাতে পারি না ভাই।

বনের মাঝে ঢুকে গিয়ে
মন চাই বনবাসী হতে,
ভেতর থেকে বাধা পাই
নানান মুনিদের মতে।

গৃহবন্দী হতে চাইলেও
পারিনি হতে কভু
বিধাতা তুমি সহায় কর
তুমিই মোর প্রভু।

স্বপ্নগুলো সত্যি হয় না
অকালে হারিয়ে যায়,
নিজের কাছে নিজেই
চাপিয়ে দি সব দায়।

46 Views
1 Likes
1 Comments
5.0 Rating
Rate this: