বহু দিন পর ,প্রায় এক বৎসর পর ফিরে আসলাম এখানে । আশা করি ভালবাসা এবং সমর্থন পাবো।
ট্রেনের হালকা ঝাঁকুনিতে চোখ বুজে এসেছিল । ঝাঁকুনি থেমে যাওয়ায় চোখ খুলে দেখি ট্রেন একটি স্টেশনে দাঁড়িয়ে আছে । জানলা দিয়ে উকি দিয়ে দেখলাম লামডিং জংশন, তারমানে ট্রেন এখানে অনেকক্ষণ থামবে । সকাল থেকে পেটে কিছু পড়ে নি , কিছু খেয়ে নেওয়া উচিত ; এই ভেবে নেমে পড়লাম ট্রেন থেকে । রুটি - সবজি খেয়ে জল কিনতে গেলাম । এক লিটার জলের দাম চাইলো বিশ টাকা , অথচ লেখা আছে পনেরো টাকা । তর্ক করেও লাভ হলো না । অতঃপর পাঁচ টাকা বেশি দিয়েই জল কিনে নিজের সীটে এসে বসলাম । মনে হলো , অভিযোগ করা উচিত ! কিন্তু পরমুহুর্তেই ভাবলাম , আমাদের দেশে এত এত দুর্নীতি হয় , কোটি কোটি টাকা বড় বড় রাজনীতিবিদদের পকেটে চলে যায় , তার তো কোনো সমাধান হয় না । তাহলে পাঁচটা টাকার জন্য গরিবের পেটে লাথি মারে কিই বা লাভ হবে । প্রতিদিন ঘটা দুর্নীতির কোটি টাকার অংকে আরো পাঁচ টাকা যোগ হলে কিই বা এত ক্ষতি হয়ে যাবে । বসে বসে এসব ভাবছিলাম , কিন্তু মন থেকে মানতে পারছিলাম না । দুর্নীতি দুর্নীতিই, অন্যায় অন্যায়ই । সে এক টাকার হোক বা একশ কোটি টাকার । বড় দুর্নীতি আটকানোর ক্ষমতা হয়তো আমার নেই , কিন্তু যেটা আটকানোর ক্ষমতা আছে , সেটা তো করা উচিত। শেষ পর্যন্ত নীতিবোধ এর কাছে হার মানলো মানবতা । দোকানের নম্বর সহ অভিযোগ পত্র লিখে রেলওয়ের কাছে ইমেইল করে বিষন্ন মনে বসে রইলাম ট্রেন ছাড়ার অপেক্ষায় ।
দুর্নীতির পাঁচ টাকা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
35
Views
1
Likes
0
Comments
5.0
Rating