...

বেঁচে ফেরা

...
রনি
...
10-Mar-2024, 10:00 PM
...

2550

...

115

...

3.3(53)

ক্যাটাগরি : ভয়ানক গল্প

কোনো এক দিন সাগর দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়ে ঘুড়তে বেরিয়েছে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে চলে গেলো অনেক দুরে। যেখানে তার পরিচিত কেউ নেই। সাগরের এমন একা একা ঘোরাঘুরি করার অনেক শখ ছোট থেকেই। মাঝে মাঝেই এভাবে ঘুরতে যায়। সেদিন আকাশটা একটু একটু মেঘলা ছিল। তাই মনে করে ছাতাটা হাতে নিয়েই বেরিয়েছে।

একা একাই গহীন বিলের মধ্যে হাটছে। দু তিন কিলোমিটারের মধ্যে কোনো মানুষের অস্তিত্ব দেখা যায়না। শুধুই ধানখেত আর মাঝখানে ছোট কাঁচা রাস্তা। একটু পরে সাগর খেয়াল করলো মেঘে অন্ধকার হয়ে আসছে চারিদিক। আবার আকাশে একটু একটু বিদুৎ চমকানোর আলো।

বিদুৎ চমকানো কে সাগর খুব ভয় পেতো ছোটবেলা থেকে। তাই একটু একটু ভয় পেতে শুরু করলো। চারিদিকে তাকিয়ে কাউকেই দেখতে পাচ্ছে না। ভয়টা আরো বেশি বেড়ে গেলো। একটু পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছিলো। সাগর ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে লাগলো।

কিছুদূর যাওয়ার পর হঠাৎ একটা বিদুৎ চমকালো। তার সামনে পুরো আলোকিত হয়ে গেলো। বিকট শব্দের পরে নিজেকে অন্য ভাবে আবিষ্কার করলো । সাগরের মনে হলো এটা তাকেই আঘাত করেছে। তাই কিছুক্ষনের জন্য ভাবলো সে এই পৃথিবীতে নেই। বিদ্যুৎ চমকানোতে সে দুনিয়া থেকে চলে গেছে। প্রায় ৪০ সেকেন্ডের মতো তার এমন ধারনা ছিল। ৪০ সেকেন্ড পর চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। তখন তার মনে হলো সে তো বেচে আছে। ভাবতে লাগলো এটা কি করে হলো। এমন ভাবতে ভাবতে আবার হাঁটা শুরু করলো। ২ থেকে ৩ মিনিট পরে আবার সেই একই ঘটনা ঘটলো আরেকবার । তখন ধরেই নিলো আজ সে বেচে ফিরতে পারবে না। কারন বজ্রপাত গুলো তার কাছেই পরছে। জীবনের আশা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পরলো।

কিছুক্ষণ পরে সে বুঝতে পারলো তাকে কোনো এক মহিলা ডাকছে। চোখ খুলে তাকিয়ে দেখলো ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক মহিলা তাকে বলছে, তুমি এখানে দাড়িয়ে আছো কেনো?

তাকে দেখে কিছুটা সাহস ফিরে পেলো। উত্তরে তাকে সব বলতে লাগলো। মহিলাটা তাকে ধরে হাটতে হাটতে এক বাড়ি গিয়ে উঠলো। সাগর তো বৃষ্টি তে কিছুটা ভিজে গিয়েছে। তাই ঠান্ডায় কাপছিলো। সেই বাসার একজন কিছু কাপর নিয়ে এসে বললো ভেজা কাপড় পরিবর্তন করতে। ভেজা কাপড় পরিবর্তন করার পর বাসার তাকে খেতে দিলো। তারপর সবাই বিছানা দেখিয়ে দিয়ে ঘুমাতে বললো। সাগর ঘটনাটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পরলো। সন্ধ্যার সময় উঠে পরলো। ওই বাসার সবার কাছ থেকে জানতে পারলো তার খুব কাছেই ছোট একটা গাছে পড়েছিল। সেই বাসার একজন পুরুষ লোক তাকে অন্য রাস্তা দিয়ে গাড়িতে করে বাসায় পৌঁছে দিয়ে চলে গেলো।

তারপর থেকে সাগর কখনোই কিছুতেই ভয় পায়না। কারণ সে ভাবে মৃত্যু যেকোনো সময় আসতে পারে। ভয় পেলেও আসবে না পেলেও আসবে। তাহলে ভয় পেয়ে লাভ কি। ওই মানুষগুলোকে সে কখনোই ভুলে যায়নি । যারা না চিনেও বিপদে তার পাশে ছিল।


মন্তব্য

রেটিং দিন

সকল মন্তব্যগুলো (33)
user
Lisa

golpo ta onek valo lagloo 🙂

রনি

Thanks

user
Ariyan khan Romjan

Dhaka

রনি

👍👍👍👍

user
মাওয়া

পড়ে অনেক ভালো লেগেছে

রনি

ধন্যবাদ

user
Chowdhury Tamanna

এই গল্প থেকে শিক্ষা পেয়েছি। 🫡🫡

রনি

👍👍👍

user
sk Rahul

golpo ta r aktu bake acche 🤌🏻

রনি

Baki nei

user
Nahid

ভালো

রনি

Thank's

user
Nahid Islam

গাছে ভুল গাছ সঠিক তাও মন্তব্য করছি সুন্দর লাগছে না

রনি

আপনি বিষয়টি বুঝতে পরেননি

user
আদনান

🙉🙉🙉🙉

রনি

👍👍👍

user
আহাদ

আমার এই গল্পটা পড়ে অনেক ভালো লেগেছে।এবং একটি শিক্ষা পেয়েছি।

রনি

ধন্যবাদ সুন্দর মন্তব্য টি করার জন্য🥰

user
Mitun

সাগর

রনি

?????

user
Prince Shanto

nice story

রনি

Thank's

user
নীলিমা

গল্পটি অনেক ভালো এটা থেকে অনেক কিছু শিখতে পারলাম ধন্যবাদ

রনি

ধন্যবাদ 😍

user
oaji Irteza

khub Valo hoiche golpota. kintu ektu. boro hole Valo hoto

রনি

🥰🥰

user
সামিয়া আক্তার

Sasar kisu line mona hoi, lakhoker

রনি

জি লেখকের নিজের ই কথা

user
ফাহমিদা

খুব। ভালো

গল্প সমাহার ...

ধন্যবাদ 😍

user
Samia Akter

গল্পটা খুব ভালো লেগেছে

রনি

ধন্যবাদ সুন্দর মন্তব্য টি করার জন্য 😍

user
Fazlul Haque Rafi

শেষ লাইনটুকু মনে হচ্ছে লেখক এর নিজেরই কথা।😁

রনি

👍👍👍👍

user
রামিস আনজুম

গল্পটা ভালোই লাগেছে।

রনি

ধন্যবাদ সুন্দর মন্তব্য টি করার জন্য 😍

user
Prianti

Story ta valo 👍

রনি

ধন্যবাদ 😍😍

user
মো রাবিব হাসান

হাসান

গল্প সমাহার ...

👍👍👍

user
athoi

❤️🫰🏼

রনি

😍😍😍😍😍

user
সুমাইয়া জাফরিন চৌধুরিসহ বিভিন্ন ধরনের পাগলনী

তোমারা হচচো পাগল

রনি

😂😂😂

user
rafsan

বাচ্চাদের জন্য ভালো ছিলো

রনি

সবার জন্যই ভালো

user
সিয়াম

কিছু

রনি

🙄🙄🙄

user
সাকিবা

পার্ট টু প্লিজ

রনি

খুব শীঘ্রই দিবো✌️

user
রাকিব

আহঘও জবড জবৃডজ জন স সওি জ

রনি

কিছুই বুজলাম না🙄🙄

user
Lisa

part 2 please

রনি

পরবর্তীতে দেয়া হবে।

user
তরী

আসলেই সত্যি কথা, ভয় পেয়ে লাভ কি? আমার গল্পটি পড়ে ভালো লাগলো

গল্প সমাহার ...

ধন্যবাদ 😍

user
Aayan

onek balo golpo aro chai

রনি

ধন্যবাদ😍। এমন গল্প আরো দেয়া হবে।

user
Rakhi

ai golpota amar onak valo lagasa jast woaw

রনি

ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য। আরো এমন গল্প পেতে পেইজটি ফলো করুন।

user
monirul sk

বেশ ভালো

রনি

ধন্যবাদ সুন্দর মন্তব্য টি করার জন্য 😍

user
হাসিন। ন্যমের

গল্প। তার। ২। পার্ত

রনি

শীঘ্রই পার্ট ২ আপলোড দেয়া হবে। ✌

user
Ritu

গল্প টা আমার খুব ভালো লাগছে।

রনি

আরো এমন গল্প পেতে আমাদের সাথেই থাকুন