তামাক নয় জীবন চাই

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ধোঁয়ার ছলে বিষ জমে,
শরীর পুড়ে যায়,
নিঃশ্বাস যেন আগুন বয়ে,
চোখে নামে ক্ষয়।

সিগারেটের আগুন মুখে,
ঠোঁট পুড়ে ছাই,
ফুসফুস বয়ে মৃত্যু আসে,
স্বপ্ন ঝরে যায়।

চোখের নিচে ঘন আঁধার,
বুকে ভারী ঢেউ;
তামাক যদি বাদ দিত,
বেঁচে যেত কেউ।

শিশুর চোখে কান্নার ছায়া,
নীরব পিতার মুখ,
তামাক খেয়ে ধ্বংস জীবন,
ভাঙ্গল স্বপ্ন-সুখ।

বন্ধু, এবার জেগে উঠো,
ফেলে দাও সে ছাই,
তামাক নয়, আলোর দিকে,
সুন্দর জীবন চাই।

সারসংক্ষেপ:
কবিতাটি তামাক বা ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে। এতে বলা হয়েছে, সিগারেটের ধোঁয়ায় শরীর ও মন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ঠোঁট, ফুসফুস পুড়ে যায়, চোখে নামে ক্ষয়। তামাক জীবনের স্বপ্ন ও সুখ ধ্বংস করে, শুধু ব্যক্তি নয়, তার পরিবার, সন্তানরাও কষ্ট পায়। শেষে কবি আহ্বান জানান তামাক নয়, আলো ও সুস্থ জীবনের পথ বেছে নিতে।
51 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: