
সোনালী সংসার।
ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসতেই নাদিয়ার ঘুম ভেঙে গেল। আলতো করে পাশে শায়িত ইমনের দিকে তাকালেন। শান্ত, স্নিগ্ধ মুখ। তার কপালে হালকা করে চুমু এঁকে বিছানা ছাড়লেন নাদিয়া। অজু করে জায়নামাজে দাঁড়ালেন। চারপাশের নীরবতা ভেদ করে তার কন্ঠে কোরআন তেলাওয়াতের সুর প্রতিধ্বনিত হতে লাগল।
নামাজ শেষে নাদিয়া কিছুক্ষণ মোনাজাত .....