বাবা থেকে মামা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
বাবা বানানোর কথা বলে, শেষে বানিয়েছো মামা,
শুধু বুকের ভিতর ব্যথাগুলো আছে আমার জমা।
যাকে ভেবেছিলাম আকাশ, সে দিল ধোঁকা,
তার গর্বে জন্ম নিল অন্য ছেলের খোকা।

তোমার ভালোবাসা ছিল যে ফাঁকা,
সেই ভালোবাসার নামে তুমি দিয়েছ ধোঁকা।
তুমি আমাকে ফেলেছ মায়ার ফাঁদে,
কেন জানি এখনো তোমার জন্য মন কাঁদে।

তুমি বলেছিলে, থাকবে আমার পাশে,
তাই এখন বন্ধুরা আমায় নিয়ে হাসে।
আমি করব না ক্ষমা, জমেছে অনেক রাগ,
তুমি আমার স্বপ্নের ভেতর এঁকেছ দাগ।

তুমি ভেবো না, ভুলে যাব এই সব কথা,
কারণ তুমি দিয়েছ আমার মনে ব্যথা।
বাবা বানানোর কথা বলে, বানিয়েছ শুধুই মামা,
মনে রেখো প্রিয়, আমি তোমাকে করব না ক্ষমা।
61 Views
1 Likes
0 Comments
0.0 Rating
Rate this: