আলোর পথিক।।

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আল্লাহ তুমি আলো দাও, আঁধারে ডুবে প্রাণ,
তোমার নামেই জেগে উঠি, জপে অন্তঃপ্রাণ।
দুনিয়াতে কত মোহ, মিথ্যে লোভের ফাঁদ,
তবু তোমার রাহে চলি, রাখো হে ইমানের সাধ।

নবীজির প্রেমে হৃদয় ভরে, চোখে নামে নূর,
তাহার দেখানো পথেই আছে, চির শান্তি-সুর।
সালাতে যেথা নত হই, ঝরে গুনাহর ঢল,
তাসবিহ তেলাওয়াতে মিলে, অন্তরে প্রশান্তির ফল।

রোজার তরে সহ্য করি, ক্ষুধা আর পিপাসা,
তোমার সন্তুষ্টিই চাহি, তোমার রহমতই আশা।
জাকাত দিয়ে জানি আমি, সম্পদ শুধু মোর নয়,
তোমার রাস্তায় বিলিয়ে দিলে, হৃদয় পরশ পায়।

হে রব, তুমিই পথপ্রদর্শক, করো মাফ আমাদের,
শিরক আর গুনাহ থেকে, রক্ষা করো আমার ঘর।
জীবন হোক কোরআনের , সুনাহর আলোয় রাঙা,
মৃত্যুর পরে জান্নাত পেতেহয়ে উঠ ইস্লামি রঙেরাঙা
81 Views
2 Likes
1 Comments
1.0 Rating
Rate this: