গত পর্বে,আমরা জেনেছি বিজনেসম্যান সমীর নিরা নামের একটি মেয়ের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করার কথা।যার সময় এক মাস।
আপনারা নিশ্চয়ই বুঝতে পারেননি কোথা থেকে কী হচ্ছে।টেনশন নিয়েন না আমি আছি,বলে দিচ্ছি-আমাদের গল্পের নায়ক বিজনেস টাইকুন সমীর।
পরিবারে আছে দাদু-দাদি,ছোট কাকা-ছোট কাকী,মা-বাবা,এক বোন,চাচাতো ভাই।
নায়ক আমাদের ভালোবাসা,বিয়েতে বিশ্বাস করে না। কিন্তু মা-বাবা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে।
মা তো ওর সাথে বাজি ধরেছেন,4 দিনের মধ্যে ও যদি নিজের পছন্দের কাউকে ওনার সামনে নিয়ে যেতে না পারে,তাহলে সমীর'কে তিনি নিজের পছন্দের মেয়ের সাথে বিয়ে দিবেন।
সমীর চিন্তিত এ বিষয়ে যে তার মা কার না কার সাথে তার বিয়ে দিয়ে দেয়।আর তাই সে নিরার সাথে একমাসের চুক্তির বিয়ে করছে।তারপর ডিভোর্স হয়ে যাবে।
আর নিরার নিজের লোনের টাকা পরিশোধ করার জন্য অর্থের প্রয়োজন,তাই সে সমীরের প্রস্তাবে রাজি হয়ে গেছে।
★★★★
পরদিন বিকালের দিকে সমীর নিরাকে নিয়ে নিজের বাড়িতে এসে হাজির হলো।বাড়ি লোকের নিরাকে খুব পছন্দ হয়।
নিরা যেমন সুন্দরী তেমনি মিষ্টি তার ব্যবহার।
ঠিক হলো ৩দিন পরে ছোট পরিসরে বিয়ে দেওয়া হবে সমীর ও নিরার।
দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো।নিয়ম অনুযায়ী বিয়ে সম্পন্ন হলো সমীর ও নিরার।নিরা যেহেতু অনাথ,তার বাড়ির কেউ সেখানে উপস্থিত ছিল না।
রাতে,,,,
খুব সুন্দর করে সাজানো হয়েছে সমীরের রুম।সাদা বিছানার চাদরের ওপর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সমীর+নিরা লেখা।আর তার চারপাশে রয়েছে গোলাপের পাপড়ি দিয়ে বানানো ছোট ছোট কয়েকটা হার্ড।.....
আমি বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি,তুমি বিছানায় ঘুমাও।আর আমি সোফায়।(সমীর)
ঠিক আছে।(নিরা)
সমীর বিছানাটা পরিষ্কার করে দিলো আর নিরা ঘুমিয়ে পড়লো।ভালো মতোই কাটলো রাতটা।
★★★★
সময় নিজের মতো বয়ে চলেছে,সমীর আর নিরার বিয়ের ১০ দিন হয় গেছে।এই কয়দিনে তারা দুজন একে অপরের প্রতি কেয়ারিং হয়ে গেছে।
একে অপরের প্রয়োজন,ভালো লাগার দিকে খেয়াল রাখে।দুজনের মনেই একে অপরকে দেখলে এক অদ্ভুত ফিলিংস হয়।আসলে দুজনে একে অপরকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছে।🤭
চলুন ওদের কাছে যাই,,,,,
উফ্!কতো বেলা হয়ে গেছে!নিরা আমাকে ডাকলো না কেন?একটু কফি পেলে জমতো।(সমীর মনে মনে বলল)
কফি,,,ওর সামনে কফির কাপটা ধরলো নিরা।
সময় এক মাস
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
144
Views
2
Likes
3
Comments
3.8
Rating