প্রেমাগ্নি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
নিশীথে নীরব মনে, তারারা গল্প বুনে, 
চাঁদের টানে ঊর্মিমালা, আছড়ে পড়ে কূলখানে।
হৃদয় থেকে হৃদয় জুড়ে, গড়ে ওঠে প্রীতির সেতু; 
ফুৎকারে আজ ছড়িয়ে পড়ে, প্রেমাগ্নির ধূমকেতু।

তোমার চোখে ডুব দিলে পাই, সমুদ্রের গল্প— 
নীল তলদেশে লুকানো তার অযুত রহস্যকল্প; 
হাসিটি যেন শিউলি-ভরা সন্ধ্যাবেলার গন্ধ, 
যার মাদকে মিশে আছে শতাব্দীর ছন্দ। 

বৃষ্টিভেজা পাতায় জমে নীরব কথোপকথন, 
প্রতি ফোঁটায় লিখা হয় প্রণয়ের গুঞ্জন; 
স্পর্শ যখন শিল্প হয় মাটির গন্ধ মাখা, 
হাতের রেখায় জেগে ওঠে সিন্ধুঘাটার আঁকা। 

তুমি সে ছন্দ — যার তালে নাচে নীহারিকা, 
রূপমাধুর্যে — ঐ কৃষ্ণবিবর লাগে ফিকা; 
ভাসি আমরা, অনাদি নদীর স্রোতে;
মোহনা লুকানো শিরায়-শিরায়, উৎস অনন্তে।

প্রতিটি মুহূর্ত স্ফটিক-স্বচ্ছ, তবু আলোয় ভরা, 
নক্ষত্রের পুঞ্জ জমে, শূন্যতা হয় সারা; 
স্থান-কালের বাঁধন ছাড়িয়ে গড়ে এই বন্ধন, 
তুমি আর আমি— দুই সুরে বাজে একই স্পন্দন। 

ফাল্গুনে পলাশ যখন রাঙায় দিগন্ত, 
পরস্পরের মাঝে খুঁজি সেই আদি বীজ, সুপ্ত—    রোপিত হয়েছে যা সৃষ্টির প্রথম প্রহরে,
বৃক্ষ হয়ে ফলেছে আজ মহাকাল-বুক চিরে।

প্রেম কেবল আবেগ নয়,
নয়া ইতিহাস রচনা—
দুটি আত্মা মিলে সেথায়
নব-অধ্যায়ের করে সূচনা।
54 Views
1 Likes
0 Comments
0.0 Rating
Rate this: