
তোমার ছোঁয়ায় বেঁচে থাকি ৩
নিশাত ও রাহাতের সম্পর্ক এতদিন শুধুমাত্র এক রহস্যের ফাঁদে জড়িয়ে ছিল। কিন্তু এখন, তারা যে পথে এগিয়ে চলেছে, তা আর কোনো রহস্যের সমাধান নয়, বরং এক অজানা ভবিষ্যতের দিকে। নিশাতের অতীতের অন্ধকার, যে ছায়ায় সে কখনোই বেরিয়ে আসতে পারেনি, আজ সে শিকার হতে চলেছে। তার কাছে এসে দাঁড়িয়েছে এমন এক .....