একজন মুমিনের জন্য অপর মুমিনের প্রতি ছয়টি কর্তব্য

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
একজন মুমিনের জন্য অপর মুমিনের প্রতি ছয়টি কর্তব্য রয়েছে। 

(১) যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিতে হবে । 
(২) যখন সে আহ্বান করবে তখন তার ডাকে সাড়া দিতে হবে। 
(৩) যখন সেই রোগাক্রান্ত হবে তখন তার সেবা করতে হবে।
(৪) যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাযায়  উপস্থিত হতে হবে। 
(৫) যখন সে হাঁচি দিবে তখন তার হাসির জবাব দিতে হবে।
(৬) উপস্থিত অনুপস্থিত সর্বস্থায় তার মঙ্গল কামনা করতে হবে। 
391 Views
25 Likes
4 Comments
4.0 Rating
Rate this: