
ডুলি(একটি শিক্ষণীয় গল্প)
আজ সকালবেলায় আবার একচোট ঝগড়া হয়ে গেল।
ঝগড়া হলেই অন্তরের খুব খারাপ লাগে।
বাবা-মা দুজনেই দাদুর সাথে কেন যে এরকম করে, বুঝতে পারে না অন্তর।
দাদু তো বুড়ো মানুষ। তাকে নিয়ে কি অমন কথা বলতে হয়?
মা আজ সকালে বলেছে,‘আলসে বুড়ো কোথাকার!খালি বসে বসে ভাত গিলবে।'
দাদুর মেজাজও খিটখিটে। কিছু .....