
তুই সুখী হ আমি কাঁদি
চারটা বছর কোনো বইয়ের অধ্যায় ছিল না, ছিল এক জীবন্ত কবিতা—জীবন নামের ছেলেটা প্রতিটি শব্দে শুধু একটাই নাম লিখেছিল—রিয়া।
রিয়া তার কাছে প্রেম ছিল না, ছিল পবিত্রতা।
রিয়া ছিল তার প্রতিটি নিশ্বাসের ব্যাকরণ, প্রতিটি স্বপ্নের আকাশ।
জীবন কখনো রিয়াকে ‘চাওয়া’ বলে দেখেনি, সে তাকে ‘পাওয়া’র চাইতেও বড় কিছু ভাবত।
ভালোবাসা .....