একা জেগে

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
নিঝুম রজনী নিস্তব্ধ চার দিক
আমি একা জেগে
জানিনা অজানা কোন আবেগে।।

রাত জাগা পাখি কিছু জোনাকি
আধখানা চাঁদ সঙ্গী আমার
থেকে থেকে ডাকে ঝিঝি পোকা
কেউ নেই পাশে আর।
ক্ষনে ক্ষনে কাদি হাসি ক্ষনে নিঃশ্চুব
এমন তো হয়নি আগে।
জানিনা-অজানা কোন আবেগে।।

কোনো দিন আকাশে চাঁদ উঠেনা
পাইনা পাখির দেখা
জোনাকিরা আসেনা ঝিঝিরা ডাকেনা
থেকে যাই একা।
স্মৃতি তখন জাগার সাথি, সাথি আধার রাতি
এমন তো হয়নি আগে।
জানিনা-অজানা কোন আবেগে।।
365 Views
16 Likes
3 Comments
4.8 Rating
Rate this: