একটি অপূর্ণ ভালবাসা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
গোলাপের বর তাকে কিছুদিনের জন্য রেখে যায় নিজ বাড়িতে। তাকে চাকরির সুবাদে অনেক দূরে যেতে হয়। কিছু দিন গোলাপের খালা শাশুড়ী তাকে নিয়ে যায় তার বাড়িতে, খালা শাশুড়ী মেয়ে গোলাপ কে দিয়ে অনেক কাজ করাতে থাকে গোলাপ বাধ্য হয়ে নিজ বাড়িতে চলে আসে দুই দিনের মধ্যেই গোলাপ অসুস্থ হয়ে পড়ে।

নিজ বাড়িতে গিয়ে গোলাপ স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার কিছুদিনের মধ্যে আবার তাকে শ্বশুরবাড়ি যেতে হয় গোলাপের শাশুড়ী খুব একটা সুবিধার ছিল না গোলাপকে দিয়ে অনেক কাজ করাতো গোলাপকে সব সময় হুকুমের উপর রাখতো। গোলাপ না পেরে তার বর কে সব খুলে বলে তারপর তার বর তাকে বাসায় নিয়ে যেতে চায় অনেকটা দূরে গোলাপের বর চাকরি করায় গোলাপ প্রথমে রাজি না হলেও পরে তাকে যেতে হয় বাসায়, কারন তার শশুর বাড়িতে থাকা সম্ভব হচ্ছিল না ।

নিজ বাড়ি থেকে বিদায় নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্য রওনা হয়, বাসায় সবার কান্না করে একটা মেয়ে তারপর আবার এতো দূরে বাসায় থাকবে এই ভবে সবার মন খারাপ,
অনেক দূরে অন্য জেলায় হওয়ার সারাটা রাত পর সকালে পৌঁছাতে পারে...

নতুন জায়গায় নতুন বাসায় গিয়ে গোলাপ ক্লান্ত হয়ে পরে, এই দিকে তার জন্য তার বর বাইরে থেকে খাবার আনে সবাইকে ছেড়ে এসে পুরো একা হয়ে যায় গোলাপ, কিন্তু তার নতুন বর তাকে অনেক সাপোর্ট করে ...

প্রথম প্রথম তার বরকে মেনে নিতে কষ্ট হলেও তার সৎ মনোভাব তার প্রতি আকৃষ্ট করে।
গোলাপ আস্তে আস্তে তারবর কে ভালবাসতে শুরু করে....

গোলাপের বর তাকে জীবনের কঠিনতম সুখের সাগরে বাসিয়ে দেয়, গোলাপ তাকে পেয়ে পরিপূর্ণতা লাভ করে...

শরিফ কে সে আস্তে আস্তে ভূলতে শুরু করছিল কিন্তু হঠাৎ একদিন শরিফ তাকে এস এম এস দেয়, শরিফের এস এম এস দেখে গোলাপ আবার সেড হয়ে যায় শরিফ এখন অনকটা ভালো আছে কিন্তু তার মাথার কাটা দাগ আর ফোলা গুলো সারে নি মোটা হয়ে গেছে আগের মতো এখন আর তাকে সুন্দর লাগে না, অতচ গোলাপ আগের থেকে অনেক গুন বেশি সুন্দরী।
চিকন গোলাপ আগের থেকে এখন বেশি স্বাস্থ্য ভালো হয়েছে।

শরিফ বলে তাদের বিয়ের ছবি দেখে সে খুব কষ্ট পেয়েছিল এখন তার হাজবেন্ডের সাথে সুখী আছে সেকি তার হাসবেন্ড কে মেনে নিয়েছি গোলাপ জানায় সে তার হাজবেন্ডকে মেনে নিয়েছে আর অনেক সুখি আছে।

কিন্তু গোলাপের মাঝে মাঝে শরিফের কথা মনে পড়ে তখন বুকের মাঝে চিনচিন করে ব্যথা অনুভব হয় সে তো তার পাশে অন্য কাউকে চেয়েছিল কিন্তু ভাগ্যের পরম নিষ্ঠুরতায় সে এখন অন্যের বউ চাইলেও সে আর আগের মতো তাকে ভালবাসতে পারবে না।

শরিফের মধ্যে অনুশোচনা বোধ এখন দেখা যায় কিন্তু সেই গোলাপকে কিছুই বলতে পারে না, গোলাপের পাশে শরিফকে যখন দরকার ছিল তখন শরীফ ছিল না কিন্তু শরীফের পাশে যখন গোলাপের দরকার ছিল গোলাপ সকল প্রকার সাহায্য করেছে ।

গোলাপ বেশি টেক্স করলে দুর্বলতা হয়ে পড়বে তাই বলা আর কোন কথা বলেন না সে চায় না সে তার হাসবেন্ডকে ধোকা দিক সেটা হাজবেন্ডের কাছে লয়েল ছিল।


গোলাপে তার লাইফের কথাটি শেয়ার করবে তাকে ভুল বুঝে এসে কিছুই বলতে পারেনা...
এদিকে চেয়েও একজন ফেসবুক থেকে শরিফের ছবি হাজবেন্ডকে দিয়ে দেয় এবং বলে যে তার সাথে তার সম্পর্ক ছিল।

নোট :ভালো লাগলে লাইক দিয়েন ধন্যবাদ...
96 Views
1 Likes
1 Comments
0.0 Rating
Rate this: