
জীবনের পথচলা ও সাফল্যের সূত্র
জীবন এক অনিশ্চিত যাত্রা। কেউ জন্মের পর থেকেই সোনার চামচ মুখে নিয়ে আসে, আবার কেউ কঠোর সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত, সবার লক্ষ্য একটাই—সফলতা অর্জন এবং শান্তি খুঁজে পাওয়া। জীবনের পথে চলতে গেলে বাধা আসবে, ব্যর্থতা ধরা দেবে, কিন্তু যে এগিয়ে যেতে জানে, তার জন্যই সফলতার দ্বার .....