আছিয়ার মৃত্যুর বিচার চাই

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
মানুষ আর মানুষ নাইকো
হয়ে গেছে সব পশু, ,
নইলে কি ধর্ষণ হয়
মাত্র আট বছরের শিশু!

স্কুল বন্ধ দিল বলে
গেল আছিয়া বোনের বাড়ি,
দুলাভাই ও তাঁর বাবা মিলে
তার ইজ্জত নিল কাড়ি!

লজ্জা কি নাই তাদের
এতটাই বিবেক ছাড়া,
পশু বললেও কম হবে
এরা শয়তানের ছোঁড়া !

নারী দেহ পেলেই যেন
জিভ লতলতিয়ে ওঠে,
কেমন করে পারবে খেতে
সেই দেহ প্রাণ ভরে !

সবার কাছে দাবি আমার
আছিয়ার মৃত্যুর বিচার চাই ,
নইলে আমার বোনের আত্মা
শান্তি কভু পাবে নাই !
73 Views
4 Likes
1 Comments
5.0 Rating
Rate this: