সিয়ামের আলো

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
সিয়ামের আলোয় জ্বলে নূরের বাতি,
রহমতের ছায়ায় খুলে রবের খাতি।
রোজাদারের মুখে মিশে তাসবিহের সুর,
রহমতের সুবাসে ভরে ধরণীর বুক পুর।

আশার সাগরে ডুবে পাপীর অন্তর,
তাওবার কান্নায় ধুয়ে যায় যত অপরাধের প্রান্তর।
গুনাহের বোঝা ঝরে চোখের জলে,
ইবাদাতের মুকুল ফোটে রাতের কলে।

ফজরের স্নিগ্ধ আলো আনে শান্তির দোলা,
জিকিরে মশগুল প্রাণ পায় রহমতের ভেলা।
সন্ধ্যা নামলে হাতে ইফতারের থালা,
সিয়ামের প্রহরে জাগে হৃদয়ের জ্বালা।

লাইলাতুল কদরের বরকতের ধারা,
মাফ পায় গুনাহগার, মেলে জান্নাতের সাড়া।
আসমানের দুয়ারে ফেরেশতারাও নামে,
রহমতের আভা ছড়ায় মহিমার তামাম বনে।

আল কুরআনের বাণী বাজে অন্তরে,
রাব্বের প্রেমে ভাসে হৃদয় নীরব ক্ষণে।
ইফতারি শেষে কান্নায় ভিজে আঁখি,
রহমতের আলিঙ্গনে শান্ত হয় ব্যথার রাখি।

এই মাস সওগাত, রহমতের বারি,
সিয়ামের সুরে বাজে পরম আত্মার তারি।
গুনাহের পথে হাঁটা পা ফিরে চায়,
তাওবার দুয়ারে গিয়ে মালিকের ডাকে কাঁদে ভাই।

রমজানের চাঁদে লুকানো হাজার রহমত,
তাওবার সিঁড়িতে খোঁজে জান্নাতের দাওয়াত।
ইবাদতের জোয়ারে ডুব দিক হৃদয়,
রবের রহমতে কাটুক সকল সংশয়।
86 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: