একটি অপূর্ণ ভালবাসা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ম্যাসেজটা ছিল এমন...

শরিফ : কেমন আছো?

গোলাপ ম্যাসেজটা পড়ে কোন Answer করে না।
গোলাপ সত্যি আর কোন রিলেশনে বিশ্বাস করতে পারে না। সবাই তাকে কোন না কোন ভাবে ঠকায় এসব চিন্তা করতে থাকে গোলাপ।
চুপটি করে সব টা কষ্ট আগের করা ব্যবহার গুলো মনে পড়ে ।

শরিফ আবারও এসএমএস করে..
শরিফ :ব্যস্ত নাকি?
এমন অনেক এস এম এস করে শরিফ বলে তার সাথে কথা বলতে চায়.
গোলাপ কোন কিছুই বলে না।
শরিফ বলে তোমার সাথে করা সব কষ্ট আমি বুঝতে পারছি আমি যখন কথা বলতাম না তোমার কেমন লাগতো।
তুমি জানো গোলাপ আমার সাথে যেই মেয়েটা কথা বলতো ও আমাকে ঠকায়ছে তাই আমি তোমার সাথে করা সব ভুল বুঝতে পারছি মাফ করে দাও আমায়। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি।

গোলাপ :ম্যাসেজ এর এই বার উত্তর দেই...
ও এতোদিন পর ভূল বুঝতে পারছো, ওই মেয়ে এখন খারাপ ব্যবহার করছে বলে তুমি বুঝতে পারছে আমার সাথে করা অন্যায় গুলো। তুমি আমার সাথে যতটা খারাপ ব্যবহার করতে আমারও এমন লাগতো যায় হোক আমি আর কথা বলতে চায় না।

শরিফ :গোলাপ প্লিজ আমার ভূল হয়ে গেছে। আমি তোমার সাথে বন্ধু হিসেবে কথা বলতে চায়।

গোলাপ:আমার কোন বন্ধুর প্রয়োজন নেই।
কোউ কে কষ্ট দিলে কেমনটা যে লাগে তা কোন দিন বুঝবে না তাই বলে গোলাপ এস,এম,এস পাঠিয়ে গোলাপ চোখ থেকে পানি পড়ে।

গোলাপ সব সময় যাকে চেয়েছিল তার সাথেই এখন আর তারই মত ব্যবহার করতে দ্বিধাবোধ করছিল।
গোলাপ আর কোন উত্তর দেয় না কিন্তু শরিফ বার বার এস এম এস দিয়েই যায়। এতোদিন যার একটি এসএমএসের জন্য অপেক্ষা করছিল আজ সেই গোলাপ সে এসএমএস গুলো কি ইগনোর করছে ভাগ্যে নির্মম পরিহাস আজ গোলাপকে এমন করতে বাধ্য করছে ।

গোলাপ যে এতো শক্ত হতে পারবে তা সে স্বপ্নেও ভাবে নি।
গোলাপ মনে মনে ভাবে সব কিছুই উত্তর আজ সময় শরিফ কে দিল।

অনেক দিন কেটে যায় এভাবে তাদের কথা হতো না। হটাৎ গোলাপ শোনে শরিফ খুব অসুস্থ । তার মাথায় খুব ব্যাথা অনুভব হয় ডাক্তার বলে তার ব্রেন টিউমার হয়েছে তারপর সে গোলাপ কে বলে গোলাপের রাগ অভিমান ভেঙে যায়। গোলাপ আর শরিফের কথা হয় ফোনে গোলাপ খুব মন খারাপ করছিল।

শরিফ বলে সে কলকাতা যাবে। গোলাপ বলছিল তুমি আমাকে বিয়ে করতে পারবে তোমার যদি কিছু হয় তোমার বউ হিসেবে সারাটা জীবন কাটিয়ে দিব। কিন্তু শরিফ তবুই রাজি হয় না।
গোলাপ শরিফ কে অল্পকিছু টাকা ধার দেয় শরিফ চেয়েছিল বলে....

অনেক গুলো টাকা নিয়ে সে ইন্ডিয়া যায়...
কলকাতা গিয়েও সে গোলাপের থেকে মাফ চায়...
অপারেশনের আগে পর্যন্ত তাদের কথা হয় ফেসবুক ম্যাসেজারের মাধ্যমে...

তারপর গোলাপ আর গোলাপের আম্মু অনেক দোয়া করছিল ....

তারপর দুইদিন যাবত নেটে আর আসে নি...
গোলাপ অনেক চিন্তিত হয়ে পড়ে ।
162 Views
3 Likes
2 Comments
3.0 Rating
Rate this: