একাকিত্ব

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
বিধবা শ্বাশুড়ি মা আজকাল প্রায়ই বাসা থেকে বের হয়ে যান।ঘন্টার পর ঘন্টা কে'টে যায়,ফেরেন না।কোথায় যান?

মায়ের এই বেড়িয়ে যাওয়ার বিষয়টা কাজের বুয়ার জানালো।চিন্তিতবোধ করলাম।এই বয়সে মা কোথায় গিয়ে ঘন্টার পর ঘন্টা পার করে?

শুক্রবার দুপুরে মা"কে অনুসরণ করলাম।মা পার্কের দিকে হাঁটছেন।বেশ অবাক হলাম।

সত্যি সত্যিই মা পার্কে ঢুকলেন।তার হাতে একটা শপিং ব্যাগ।পার্কের বসে থাকার যায়গা বসে মা কার জন্য যেন অপেক্ষা করতে লাগলো।

কিছুক্ষণের মধ্যেই তিনজন টোকাই মায়ের কাছে আসলো।মা ওদের সাথে ঘাসের উপর বসলেন।

শপিং ব্যাগ থেকে মা লুডুর কোড বেড় করলেন,টোকাইদের সাথে লুডু খেলছেন।চাকুরীজীবী দম্পত্তি আমরা!মা'কে সময় দিতে পারিনা।ছেলেটাকেও রেখেছি হোস্টেলে!মা তার একাকিত্ব বোধ টোকাইদের সাথে লুডু খেলে কাটান।মনে তীব্র কষ্টবোধ হলো।
323 Views
10 Likes
1 Comments
4.4 Rating
Rate this: