আমি জিততে বদ্ধপরিকর,
পরাজয় না মানবো ।
আমার স্বপ্ন আমার সাথে,
আমি সেগুলো পূরণ করব।
আমি থামব না, আমি ক্লান্ত হব না,
লক্ষ্যের দিকে এগোতেই থাকব।
আমি চ্যালেঞ্জ মোকাবেলা করব,
আমি তাদের কাটিয়েই উঠব।
আমার জয় আমার বিজয়
আমার ঘাম ঝরানো মেহনত
আনবে জয়, আসবেই বিজয়
আমি জিতবোই জিতবো।
যতই হোক পরিশ্রম
লাগিয়ে নিজের সত্ত্বাকে
স্বপ্ন পূরণ করবো ই করবো ,
আমি আমার বিজয় উদযাপন করবো।
চলো আজই শুরু করি
নিজের স্বপ্ন বিজয় যাত্রা!
কদমে কদমে আজ উৎসর্গ করবো নিজেকে
করবোই পার দুর্জয়ের সকল মাত্রা।।
বিজয় যাত্রা !!!
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
135
Views
5
Likes
3
Comments
5.0
Rating