
বিজয় যাত্রা !!!
আমি জিততে বদ্ধপরিকর,
পরাজয় না মানবো ।
আমার স্বপ্ন আমার সাথে,
আমি সেগুলো পূরণ করব।
আমি থামব না, আমি ক্লান্ত হব না,
লক্ষ্যের দিকে এগোতেই থাকব।
আমি চ্যালেঞ্জ মোকাবেলা করব,
আমি তাদের কাটিয়েই উঠব।
আমার জয় আমার বিজয়
আমার ঘাম ঝরানো মেহনত
আনবে জয়, আসবেই বিজয়
আমি জিতবোই জিতবো।
যতই .....