সুপ্রাচীন বটবৃক্ষ

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
যুগ যুগ ধরে
পথের ধারে—
নিরিবিলি, একাকি
বাসা বেঁধেছে পাখি
পাখির সাথে গড়ে উঠেছে সখ্য
হে সুপ্রাচীন বটবৃক্ষ!

সুবিশাল আকার নিয়ে
আছো তুমি দাঁড়িয়ে
বিদীর্ণ করে পৃথিবীর বক্ষ
হে সুপ্রাচীন বটবৃক্ষ!

লাল টুকটুকে ছোট ছোট ফল
দেহে আছে প্রচণ্ড বল
এমন ধারণা জাগে-করলে লক্ষ্য
হে সুপ্রাচীন বটবৃক্ষ!

তোমার শীতল ছায়ায়
পথিক ক্লান্তি ঘুচায়
মাঝে মাঝে তোমায়-করে কটাক্ষ
হে সুপ্রাচীন বটবৃক্ষ!

হোক সে অকৃতজ্ঞ পথচারী
তুমি নও অহংকারী
তোমার ভাবনা অতীব সুক্ষ্ম
হে সুপ্রাচীন বটবৃক্ষ!

বুকে নিয়ে ইতিহাস
ফেলো কত দীর্ঘশ্বাস
তুমি তো দেখেছো ভয়ানক দুর্ভিক্ষ
হে সুপ্রাচীন বটবৃক্ষ!

মস্তক কভু করনি অবনত
তবুও নেই ঔদ্ধত্য
ওদিকে প্রকৃতি যেন রুক্ষ
হে সুপ্রাচীন বট বৃক্ষ!

মানুষ যেন উন্মাদ
স্বজন-হারা আর্তনাদ
নীরবে করে যাও প্রত্যক্ষ
হে সুপ্রাচীন বটবৃক্ষ!

সে কাল হয়েছে গত
তুমি আজ আনন্দিত
লেশমাত্র নেই কোন দুঃখ
হে সুপ্রাচীন বটবৃক্ষ!

উপরে নীলাকাশ
চেয়ে থেকে হও উদাস
তুমি তো মহাকাল চক্রের সাক্ষ্য
হে সুপ্রাচীন বটবৃক্ষ!

তোমার বয়স কত
কেউ তো নয় জ্ঞাত
জানো না কবে পাবে মোক্ষ
তাই মৃত্যুর অপেক্ষাই মুখ্য
হে সুপ্রাচীন বটবৃক্ষ!
135 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: