
বাবা বেহুশ 🙂
খালাতো বোন অসুস্থ,বাচ্চা হবে। আমিও তারাহুড়ো করে হসপিটালে চলে গেলাম। গিয়ে দেখি বোনের থেকেও বোনের হাজবেন্ড এর অবস্থা খারাপ।ঘেমে চুপচুপ হয়ে আছে। আর একটু পর পর উঠে পায়চারি করছে। আবার বলতেছে কেন যে বাচ্চা নিতে বলছিলো,সব নাকি তার দোষ।
আর এসব শুনে বোন বলতেছে,এই তারে আমার সামনে থেকে সরাও,এসব আদিক্ষেতা .....