আগুন

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আগুন জ্বলে ভেতর থেকে,
লুকিয়ে থাকে চোখের কোণে।
চুপচাপ থাকে, নীরব শিখা,
তবু তার শক্তি সবাই জানে।

আগুন তো ধ্বংস নয় শুধু,
জীবনের রং, উত্তাপের ধারা।
যেখানে শীতল, জমাট বাধে,
আগুনই দেয় নতুন সাড়া।

কখনো রুদ্র, কখনো নরম,
আগুন চেনে সবার শরীর।
হৃদয়ে ধরে জ্বালিয়ে রাখে,
চেতনার এক দুরন্ত আভীর।

স্বপ্নের মাঝে জ্বালায় শিখা,
পুড়িয়ে দেয় সব ভয়, সব বাঁধা।
আগুন ছাড়া জীবন ফাঁকা,
এটা সৃষ্টির প্রথম কথা।

তাই আগুন তুই জ্বলতে থাক,
ভেতর থেকে কর শক্তি দান।
ধ্বংস নয়, তুই সৃষ্টি হ’ তো,
জীবনের রাখ তরঙ্গময় গান।

164 Views
3 Likes
0 Comments
5.0 Rating
Rate this: