মারিয়ার হুজুর বর

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আসো আমার কাছে বসো,আব্বু আমাকে নিজের কাছে ডাকলো।
আমি গিয়ে আব্বুর পাশে বসে পড়লাম। আম্মু আর আপুর তো খুশিতে চোখ দিয়ে পানি পড়ছে।ভাইয়াও খুব খুশি আমার এই পরিবর্তনে,আর কাছের মানুষগুলোর
চোখে-মুখে খুশির ঝিলিক দেখে আমারও ভালো লাগছে।আমার সামনেই ভাইয়ার পাশে বসেছে আমিন ভাইয়া।আসার পর আজ প্রথমবার আমিন ভাইয়ার দিকে ভালো করে তাকালাম।

অনেক পরিবর্তন এসেছে তার মধ্যে।গালে চাপ দাঁড়ি গজিয়েছে।তার কালো চোখের মণি দুটিতে যেন মায়া মেশানো রয়েছে।......
কালো‌ পাঞ্জাবি পড়েছে সে।তার ফর্সা শরীরে কালো রঙটা যেন খুব মানিয়েছে।
ছিঃ ছিঃ আমি এসব কী ভাবছি।সে তো আমার ভাই হয়।
কিন্তু কেন যেন মনে হলো সে আর যাই হোক আমার ভাই নয়।মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম হলো!জানি না এর নাম কী?★★★
বিকালে মনটা একটু খারাপ ছিলো তাই ছাদে চলে গেলাম।ছাদে এসে দেখি আগে থেকেই ছাদে আছে আমিন ভাইয়া।
আমি গিয়ে তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম।তিনি আমার দিকে না তাকিয়েই বললেন-তুমি এখন ছাদে?

প্রশ্নটা তো আমিও আপনাকে করতে পারি।(আমি)

অবশ্যই করতে পারো,তবে আমি তো প্রশ্নটা আগে করেছি।(আমিন ভাইয়া)

আসলে ভালো লাগছিলো না,তাই।(আমি)

তুমি তাহলে থাকো,আমি যাই বলতে বলতে ঘুরে দাঁড়ালো আমিন ভাইয়া।

এমা!কেন?(আমি)

এইভাবে একা ছাদে একজন ছেলে আর মেয়ের থাকা উচিত না।(আমিন ভাইয়া)

একটু থাকুন,,আমি শুধু ইসলাম সম্পর্কে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো।সেইটার উত্তর দিয়ে যান।আমার দিকে আপনাকে তাকাতে হবে না।(আমি)

কী প্রশ্ন শুনি?(আমিন)

আচ্ছা,ইসলাম আসলে কী?ছোট্ট করে বলুন।(আমি)

দেখো,,,মানবসমাজের মধ্যে ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয়।ধর্মের মাধ্যমে মানুষের একটা ভালো সম্পর্ক তৈরি হয়।
আমরা মানে মুসলিমরা বিশ্বাস পৃথিবীর সর্বপ্রথম ধর্ম ইসলাম,যা কিনা হযরত আদম (আ.) এর সময় থেকে শুরু হয়েছে ।

দম নেওয়ার জন্য থামলেন আমিন ভাইয়া।

তারপর?(আমি)


মুসলিমরা মানে আল্লাহ এক ও অদ্বিতীয়!তার কোন শরীক নেই।মুসলিম হওয়ার প্রথম শর্তই আল্লাহকে মানা,বিশ্বাস করা।আর মুসলিম নবী-রাসূলদের আল্লাহর প্রেরিত বান্দা মনে করা।
পৃথিবীকে একটা পরীক্ষা মনে করা হয়,তুমি যদি এই পৃথিবীতে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলো তাহলে পরকালে তার ফল হিসেবে জান্নাত পাবে।জান্নাত হলো শান্তির স্থান।জান্নাত এতো বেশি সুন্দর হবে,যা তুমি আমি কল্পনাও করতে পারবো না।জান্নাতে এক এমন ঝর্না থাকবে,,যার রঙ হবে দুধের চাইতে সাদা ও মধুর চাইতে মিষ্টি।এক কথায় জান্নাত এতো সুন্দর হবে যে তোমাকে আমি বর্ননা করে বোঝাতে পারবো না।
এটি আল্লাহর তরফ থেকে মুমিনদের জন্য উপহার।
204 Views
7 Likes
1 Comments
4.7 Rating
Rate this: