আবু সাঈদের মৃত্যুর আগের মনের কথা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমি মরণে ভয় নাহি করি
বুক পেতেছি চালাও গুলি,
দেশের জন্য জীবন দেব
এতো আমার বড়ই সৌভাগ্য!

বায়ান্ন'তে মরেছে রফিক, সফিক
আজ নাহয় মরবো আমি,
রক্ত দিয়ে হলেও রক্ষা করবো
আমার প্রিয় মাতৃভূমি!

একাত্তরে নয়টি মাস যুদ্ধ করেও
স্বাধীন হয়নি সোনার বাংলা,
আজ আমার খুন দিয়ে হলেও
বাংলার মানুষ পাক স্বাধীনতা!

কি হলো দাঁড়িয়ে কেন
চালাও গুলি আমার বুকে,
ভয় পেয়ো না শোকে নয়
মরবো আমি হাসিমুখে!

তবে একটা কথা আমি বলে যাই
স্বৈরাচার হাসিনার রেহাই নাই,
জেগে আছে গোটা বাংলার জনতা
মোদের স্বাধীনতা একদিন আসবেই!
137 Views
4 Likes
1 Comments
5.0 Rating
Rate this: